নিজস্ব প্রতিবেদন: ধামাকাদার  টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল মানেই ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি কিংবা হতাশা হওয়াই স্বাভাবিক। সোমবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে আরসিবি ওপেনার অ্যারোন ফিঞ্চ, আন্দ্রে রাসেলের বল মিস করে যা প্রতিক্রিয়া দিলেন, তা শোনা গেল স্টাম্প মাইক্রোফোনে। আর তা শুনে ধারাভাষ্যকাররা অবাক। ইতিমধ্যেই সেই ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার শারজায় আরসিবি-র ব্যাটিংয়ে তখন ষষ্ঠ ওভার চলছে। বল করছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে অ্যারোন ফিঞ্চ রাসেলের স্লো বাউন্ডার মিস করেন। তারপরেই ফিঞ্চ বলে ওঠেন “Oh, you bas***d” ... যা স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায়। ফলে তা ধারাভাষ্যকাররাও শুনতে পান।


 



তবে ফিঞ্চের এই মন্তব্য কিন্তু রাসেলকে উদ্দেশ্য করে নয়। বল মিস করায় হতাশা থেকেই এমন মন্তব্য করে বসেন ফিঞ্চ। ঘটনাচক্রে তার পরের বলটাও মিস করেন ফিঞ্চ। শেষ পর্যন্ত ৩৭ বলে ৪৭ রান করেন অ্যারোন ফিঞ্চ।  



আরও পড়ুন- অবসর ভেঙে এবিডিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অনুরোধ টিম ইন্ডিয়ার কোচের