IPL 2020: নিজেদের নাম বদলে ফেললেন কোহলি-ডিভিলিয়ার্স! কিন্তু কেন?
এই জার্সি পরেই আইপিএলের সব ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
নিজস্ব প্রতিবেদন : কোভিড ওয়ারিয়রদের কুর্নিশ জানাতে বিরাট কোহলিদের বিশেষ উদ্যোগ। জার্সির পিছনে কোভিড যোদ্ধাদের উদ্দেশে লেখা, "মাই কোভিড হিরোজ"। এই জার্সি পরেই আইপিএলের সব ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার আইপিএলের প্রথম ম্যাচে খেলতে নামার আগেই নিজেদের নাম বদল করে ফেললেন বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স। তাঁদের টুইটার অ্যাকাউন্টে সেই নতুন নাম।
আরসিবি অধিনায়ক বিরাট কোহলি হয়ে গেলেন সিমরনজিত্ সিং। আর এবি ডিভিলিয়ার্স হয়ে গেলেন পরিতোষ পন্থ। টুইটার অ্যাকাউন্টে বিরাট কোহলির বদলে লেখা সিমরনজিত্ সিং এবং এবি ডিভিলিয়ার্সের বদলে লেখা পরিতোষ পন্থ।
ডিভিলিয়ার্স অবশ্য এই নাম পরিবর্তনের কারণ হিসেবে টুইটে লিখেছেন, "পরিতোষ পন্থ একজন কোভিড হিরো। যিনি লকডাউনের সময় বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমনকী বহু মানুষকে খাবার তুলে দিয়েছেন।"
কোভিড ওয়ারিয়রদের সম্মান জানানোর পাশাপাশি এবারের আইপিএল-কে স্মরণীয় করতে মরিয়া কোহলি এন্ড কোম্পানি।
আরও পড়ুন - বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করছেন সুয়ারেজ, এবার কোন দলে?