নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে টানা বিক্ষোভ। রেল-সড়ক আটকে প্রতিবাদে নেমেছে আন্দোলনকারীরা। গত কয়েকদিন ধরে চলছে এই অবস্থা। সোমবার থেকে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। এদিকে সূচি অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতাতে আইপিএলের নিলাম। এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে কলকাতায় আইপিএল-এর নিলাম নিয়ে সংশয় দেখা দিলেও, এখন পর্যন্ত খবর, ১৯ ডিসেম্বর ২০২০ সালের আইপিএল-এর জন্য ক্রিকেটারদের বিকিকিনি হবে বোর্ড প্রেসিডেন্টের শহরেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ক্যারিবিয়ান ক্রিকেটের রাজপুত্র


বৃহস্পতিবার কলকাতাতেই হচ্ছে আইপিএল নিলাম- এমনটা ধরে নিয়েই এগোচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকরা৷ এক ফ্র্যাঞ্চাইজি আধিকারিক জানিয়েছেন তাঁরা কলকাতায় নিলামের জন্য তৈরি হচ্ছেন৷  তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। কারণ, CAA নিয়ে এ রাজ্যে যে অশান্তি ও বিক্ষোভ চলছে তাতে পরিস্থিতির ওপর আমাদের নজর রাখতেই হবে৷


আর এক ফ্র্যাঞ্চাইজি কর্তা জানিয়েছেন, "বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি মালিকই ১৮ ডিসেম্বর কলকাতায় পৌঁছে যাবে। তাঁরা শহর ছাড়বেন ১৯ তারিখ নিলামের পরে। ফ্র্যাঞ্চাইজি মালিকরা ছাড়া বাকিদের কলকাতা ছাড়তে ২০ তারিখ হয়ে যাবে। সুতরাং আমাদের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে।"


আরও পড়ুন- IND vs AUS: নতুন কোচ! ভারত সফরে বিশ্বকাপের দল থেকে ৭ ক্রিকেটারকে বাদ দিল অস্ট্রেলিয়া


১৯ ডিসেম্বর আইপিএল নিলামে উঠতে চলেছেন ৯৭১ জন ক্রিকেটার। বিসিসিআই জানিয়েছে, বিকিকিনির বাজারে ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৭১৩ জন ভারতীয় ,বাকি ২৫৮ জন বিদেশি ক্রিকেটার। ৯৭১ জন ক্রিকেটারের মধ্যে ৬৩৪ জন আনক্যাপড ভারতীয়  ক্রিকেটার এবং ৬০ জন বিদেশি আনক্যাপড ক্রিকেটার রয়েছেন, যারা অন্তত একটি করে আইপিএল ম্যাচ খেলেছে৷  বিদেশি ক্যাপড ক্রিকেটারের সংখ্যা ১৯৬। ভারতীয়দের মধ্যে ১৯জন রয়েছেন ক্যাপড প্লেয়ার৷ আর ২ জন ক্রিকেটার হলেন অ্যাসোসিয়েট দেশের৷