নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে একলাফে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচে মরগ্যানদের ঝুলিতে ১৪ পয়েন্ট। আরসিবি এবং দিল্লি ক্যাপিটালসের পরেই রয়েছে শাহরুখের দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় বাদ রোহিত, শাস্ত্রীর জবাব 'দল নির্বাচনে আমার অধিকার নেই'



প্লে অফে যেতে হলে এবার বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। সোমবার রাতে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস আর মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের ফলই গড়ে দেবে নাইটদের ভাগ্য। 


 


দেখুন পয়েন্ট টেবিল-



 


মুম্বই ইন্ডিয়ান্স ইতিমধ্যেই প্লে অফে চলে গিয়েছে। বাকি তিনটি পজিশনের জন্য লড়াই চলছে চারটি দলের মধ্যে। নেট রান রেটে সবার থেকেই পিছিয়ে নাইট রাইডার্স। তবে প্লে অফে যাওয়ার সুযোগ অবশ্য থাকছে কেকেআরের। কিভাবে প্লে অফে যেতে পারে নাইটরা? একনজরে দেখে নেওয়া যাক-


 


 


আরও পড়ুন- প্রীতি জিন্টার দলের আইপিএল সফর শেষ, 'শেষ ভাল' ধোনির চেন্নাইয়ের


 


সম্ভাবনা ১:
সোমবার আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে যেই জিতুক সেই দলই সরাসরি চলে যাবে প্লে-অফে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আরসিবিকে জিততে হবে কমপক্ষে ২২ রানের ব্যবধানে। তাহলে নেট রান রেটের বিচারে নাইটদের নীচে নেমে যাবে দিল্লি ক্যাপিটালস।


 


সম্ভাবনা ২:
আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসকে জিততে হবে কমপক্ষে ১৮ রানের ব্যবধানে। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারে মরগ্যানদের নীচে নেমে যাবেন কোহলিরা। নাইটরা সরাসরি চলে যাবে প্লে অফে।


 


সম্ভাবনা ৩:
আরসিবি-দিল্লি ম্যাচের পর নেট রান রেটের বিচারে কেকেআরের থেকে দুটি দল এগিয়ে থাকলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকছে শাহরুখের দলের সামনে। সেক্ষেত্রে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সানরাইজার্স হায়দরাবাদকে হারতেই হবে। 


 


তাই অঙ্কের বিচারে প্লে অফে যাওয়ার সুযোগ থাক পয়েন্টের নিরিখে সানারাইজার্স হায়দরাবাদ পিছিয়ে থাকলেও প্লে অফে যাওয়ার সুযোগ সবচেয়ে বেশি ওয়ার্নারদের সামনেই। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারালেই সরাসরি প্লে অফে পৌঁছে যাবেন ওয়ার্নাররা। সানরাইজার্স হায়দরাবাদের নেট রান রেট অনেক বেশি। আর সেটাই সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ডেভিড ওয়ার্নারদের।