নিজস্ব প্রতিবেদন:  আমিরশাহি আইপিএলের শুরু থেকেই চোটের ধাক্কায় জেরবার দিল্লি ক্যাপিটালস। বুধবার রাজস্থানকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছানোর দিনেও চোট পেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর চোট এতটাই গুরুতর যে ফিল্ডিং করতে পারেননি। মাঠ ছাড়তে বাধ্য হন দিল্লি অধিনায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


চোটের কারণে অমিত মিশ্র এবং ইশান্ত শর্মা ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে আপাতত এক সপ্তাহ মাঠের বাইরে ঋষভ পন্থ। এবার কাঁধে গুরুতর চোট পেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।


বুধবার দুবাইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে বল বাঁচাতে গিয়ে বাঁ কাঁধে চোট পান শ্রেয়স। মাঠে ফিজিয়ো এলেও পরিস্থিতি ঠিক না হওয়ায় কাঁধে হাত রেখেই মাঠ ছাড়েন দিল্লি অধিনায়ক।  তাঁর পরিবর্তে গতকাল ম্যাচের নেতৃত্ব দেন শিখর ধাওয়ান।


শ্রেয়সের চোট প্রসঙ্গে শিখর ধাওয়ান বলেন, "কাঁধে ভালই  চোট লেগেছে শ্রেয়সের। এখন হাত ঘোরাতে পারছে। তবে স্ক্যান রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।" পন্থের পাশাপাশি রানের মধ্যে থাকা অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাঁধে চোট দুশ্চিন্তা বাড়িয়ে দিল দিল্লি শিবিরে।



আরও পড়ুন - গোপন প্রেমের গল্প ফাঁস! Google বলছে, শুভমান গিলের স্ত্রী সচিন-কন্যা সারা!