নিজস্ব প্রতিবেদন: আইপিএলের প্রথম সাত ম্যাচে খেলেননি কিংস ইলেভেন পঞ্জাবের ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। সেই সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল প্রীতি জিন্টার দল।  সুস্থ হয়ে পঞ্জাবের আট নম্বর ম্যাচ থেকে দলে ফিরেছেন ইউনিভার্স বস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাহুল-মায়াঙ্ক টপ ফর্মে রয়েছেন। তাই নিজের পছন্দের ওপেনিং পজিশনে ব্যাটিংয়ের সুযোগ পাননি। খেলছেন তিন নম্বরে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুরন্ত হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিলেন। টানা তিন ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব। গেইল যেন প্রীতির দলের লাকি চার্ম।


আরসিবির বিরুদ্ধে ৪৫ বলে ৫৩ রান করেন গেইল। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ২১ বলে ২৪ রান করার পাশাপাশি সুপার ওভারে জয় এনে দেন তিনি। আর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। পর পর ম্যাচ খেলার সুযোগ না পেয়ে নিজের মধ্যে একটা জেদ চেপে বসেছিল হয়তো গেইলের। যার বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করার পরেই।


অথচ প্রথম একাদশে সুযোগ না পেলেও বরাবর হাসিখুশি সময় কাটাতে দেখা গেছে গেইলকে। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে, বাইরে হাসিখুশি, থাকলেও ভেতরে ভেতরে ঠিকই খারাপ লেগেছে গেইলের। এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, "আমরা সবাই ভাবছি যে গেইল হাসছে। হাসিমুখেই সবকিছু উপভোগ করছে। আসলে দলের বাইরে বসে থাকাটা তাকে ততটাই কষ্ট দিয়েছে। আর সেখান থেকেই শেখার আছে । আসলে আইপিএলে প্রতিযোগিতা অনেক বেশি। বাইরে হাসিখুশি থাকলেও গেইল কিন্তু কষ্ট পেয়েছে।"


আইপিএলের সেরা মুহূর্ত কোনটা? সৌরভের কথায়, একটা বা দুটো মুহূর্ত আলাদা করে বলা সম্ভব নয়। লোকেশ রাহুল, শিখর ধাওয়ানের ব্যাটিং। জসপ্রীত বুমরাহ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, মহম্মদ শামির বোলিং- আবার এই ফরম্যাটে মায়াঙ্ক আগরওয়ালের ব্যাটিং সবই তো স্পেশাল।


 


আরও পড়ুন- কোভিড মুক্ত হয়ে বার্সেলোনার বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো, আশাবাদী মেসি