IPL 2020: চেন্নাইকে বড় রানের টার্গেট দিল কেকেআর
অগ্নিপরীক্ষার ম্যাচে আজ আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।
নিজস্ব প্রতিবেদন: স্ট্র্যাটেজি বদল। ওপেনিংয়ে রাহুল ত্রিপাঠির ব্যাটে ঝড়। দুরন্ত ৮১ রান করলেন তিনি। ব্যর্থ মরগ্যান, রাসেল কার্তিক। বল হাতে দুরন্ত শার্দুল ঠাকুর, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো,করণ শর্মারা। শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট কেকেআর। চেন্নাইয়ের সামনে জয়ের জন্য টার্গেট ১৬৮ রানের।
অগ্নিপরীক্ষার ম্যাচে আজ আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। তেমনই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলা প্রথম একাদশই অপরিবর্তিত রেখেছে কেকেআর। কিন্তু স্ট্র্যাটেজিতে বদল। প্রথম চার ম্যাচে শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে ব্যর্থ সুনীল নারিন। তাই চেন্নাইয়ের বিরুদ্ধে রাহুল ত্রিপাঠীকে দিয়ে ওপেনার করানোর সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট। আর সেটাই কাজে লেগে গেল। শুভমান গিল ১১ রানে ফিরে গেলেও ব্যাটে ঝড় তুললেন রাহুল ত্রিপাঠী। ৫১ বলে ৮১ রান করলেন তিনি। ৮টি চার আর ৩টি ছয়ে সাজানো রাহুলের ইনিংস।
এদিন রান পেলেন না নীতিশ রানাও। মাত্র ৯ রান করেন তিনি। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে চার নম্বরে নামেন সুনীল নারিন। ৯ বলে ১৭ রান করলেন নারিন। পাঁচ নম্বরে নেমে মরগ্যান করলেন ৭ রান। ব্যর্থ আন্দ্রে রাসেলও। করলেন মাত্র ২ রান। সাত নম্বরে নেমে দীনেশ কার্তিক করলেন ১২ রান। ১৭ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। শেষ পর্যন্ত ১৬৭ রান তোলে কেকেআর। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন ডোয়াইন ব্র্যাভো। শার্দুল ঠাকুর, স্যাম কুরান, করণ শর্মা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন - "আপনি কেন পাকিস্তান বিরোধী?" ভক্তের প্রশ্নের জবাবে গম্ভীর যা বললেন