নিজস্ব প্রতিবেদন: আইপিএলে আজ দীনেশ কার্তিকের দল প্রথম ম্যাচে নামলেও দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে তাদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ানস। আবু ধাবিতে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে মুম্বই। তাই দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে রোহিত শর্মার দল। অন্যদিকে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করতে মরিয়া কিং খানের দলও। নারিন-রাসেল-কামিন্সদের মুখোমুখি পোলার্ড-ডি'কক-রোহিত-হার্দিকরা। তাই হাড্ডাহাড্ডি একটা ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


#আজ কোথায় হবে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচটি?
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচটি হবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
#কখন শুরু KKR বনাম MI ম্যাচ?
ভারতীয় সময় সন্ধে ৭:৩০-এ শুরু হবে KKR বনাম MI ম্যাচ।
#কোথায় দেখবেন আইপিএলের ম্যাচটি?
ভারতে আইপিএলের সব ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
#কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney + Hotstar-এ।



আরও পড়ুন - IPL 2020: আজ লিগে অভিযান শুরু করছে KKR, শাহরুখ শিবিরকে আগাম শুভেচ্ছা মমতার