IPL 2020: শারজায় আর কিং খানের KKR-এর সামনে কিং কোহলির RCB; রাসেল-নারিনকে নিয়ে সংশয়
নাইট শিবিরে মাথাব্যথার কারণ আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।
নিজস্ব প্রতিবেদন : আজ শারজায় আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শেষ ম্যাচে জয় পেয়েছে দুই দলই। রানের মধ্যে রয়েছেন দুই দলের দুই অধিনায়ক- বিরাট কোহলি এবং দীনেশ কার্তিক। শেষ ম্যাচে দুই দলেরই ম্যাচের সেরা হয়েছেন দুই অধিনায়ক। ফের শারজায় চার-ছয়ের ফুলঝুরি দেখা যেতে পারে আজ। আমনে-সামনে কিং খানের KKR ও কিং কোহলির RCB। তবে নাইট শিবিরে মাথাব্যথার কারণ আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন।
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন রাসেল। পরে ফিল্ডিং করতে নামলেও আবার উঠে যেতে বাধ্য হন। বোলিং করতে পারেনি। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামার আগে অবশ্য জোরকদমে অনুশীলন করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তাই সংশয় কাটিয়ে হয়তো রাসেল আজ মাঠে নামতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগেই নেওয়া হবে।
অন্যদিকে নারিনের সমস্যা সেই বোলিং অ্যাকশন নিয়ে। পাঞ্জাব ম্যাচের সুনীল নারিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট করেন আম্পায়াররা। আপাতত তাঁকে ওয়ার্নিং লিস্টে রাখা হয়েছে। চলতি আইপিএলে আরও একবার নারিনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে বা রিপোর্ট জমা পড়লে সেক্ষেত্রে আর বোলিং করতে পারবেন না তিনি। তখন ভারতীয় বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর আবার বোলিং করতে পারবেন মিস্ট্রি স্পিনার।
রাসেল না খেললে তাঁর জায়গায় বিকল্প হিসাবে টম ব্যান্টন কিংবা ক্রিস গ্রিন খেলতে পারেন। নারিনের পরিবর্তে দলে ফিরতে পারেন কুলদীপ যাদব। রানের মধ্যে ফিরেছেন কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিক। সঙ্গে শুভমান গিল, নীতিশ রানা, ইয়ন মরগ্যানও ফর্মে রয়েছেন।
অন্যদিকে রানের মধ্যে রয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে ধারাবাহিক না হলেও এবি ডি ভিলিয়ার্স যে কোনও দিন বড় রান করে দিতে পারেন। দেবদত্ত পাডিক্কল, অ্যারোন ফিঞ্চরা নাইটদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারেন। তেমনই বল হাতে ক্রিস মরিস, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দররা বিরাট ভরসা জোগাচ্ছেন ক্যাপ্টেন কোহলিকে।
আরও পড়ুন- Google সার্চে রশিদ খানের স্ত্রী নাকি অনুষ্কা শর্মা! শোরগোল সোশ্যাল মিডিয়ায়