নিজস্ব প্রতিবেদন:  রবিবার আবুধাবিতে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের দুই ক্যারাবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। একইসঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সকে অপরাজিত চ্যাম্পিয়ন করা কোচ ব্রেন্ডন ম্যাকালাম রবিবার আবু ধাবিতে চলে এলেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত ছ'দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে ম্যাকালাম-নারিন-রাসেলদের। যার অর্থ ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে আইপিএল-এ নাইটদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ান জোড়া ফলা নারিন-রাসেলের খেলা নিয়ে আর কোনও বাধা থাকল না। সিপিএল খেলে প্রোটিয়া ক্রিকেটার ক্রিস গ্রিনও এদিন যোগ দিলেন কেকেআর শিবিরে।




মাসেল,ম্যাজিক, স্ট্রাটেজি, থিঙ্ক ট্যাঙ্ক, উইজ ক্রাফট - এভাবেই সুনীল নারিন,আন্দ্রে রাসেল আর কোচ ব্রেন্ডন ম্যাককালামদের ব্যাখ্যা করেছে ব্যাখ্যা করেছে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের হোটেলে ঢোকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কেকেআর।



ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়ে আসায় স্বাভাবিকভাবেই খুশি কলকাতা নাইট রাইডার্স-এর কোচ ব্র্যান্ডন ম্যাকালাম।  এবার ভারতের নাইটদের নিয়ে আশাবাদী কিউই কোচ।


 


আরও পড়ুন- ৮৬ বছরে ভারতীয় ক্রিকেটে যা হয়নি, করোনার জন্য সেই আশঙ্কা দেখা দিল এবার