IPL 2020: ধোনি `গব্বর` আর ওয়াটসন `ডিজেল ইঞ্জিন`!
ওয়াটসন ছন্দে ফিরতেই স্বস্তি ফিরেছে সিএসকে শিবিরে।
নিজস্ব প্রতিবেদন: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে অফ ফর্মে থাকা শেন ওয়াটসন ফর্মে ফিরলেন। ৫৩ বলে অপরাজিত ৮৩ রান করে চেন্নাইকে জয় এনে দিয়েছেন ওয়াটসন। সঙ্গে ফাফ দু প্লেসির সঙ্গে ১৮১ রানের জুটি। টানা তিন ম্যাচ হারের পর ১০ উইকেটে জয় অক্সিজেন জুগিয়েছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া চেন্নাই সুপার কিংসকে। স্বস্তি ফিরেছে ধোনি শিবিরে। সেই ধোনিকে ধোনি 'গব্বর' আর ওয়াটসন 'ডিজেল ইঞ্জিন'-এর সঙ্গে তুলনা করলেন বীরেন্দ্র সেওয়াগ।
ওয়াটসন ছন্দে ফিরতেই স্বস্তি ফিরেছে সিএসকে শিবিরে। ওয়াটসনের বিধ্বংসী ইনিংস দেখে বীরেন্দ্র সেওয়াগ তাঁকে ডিজেল ইঞ্জিন-এর সঙ্গে তুলনা করেছেন। বীরুর কথায়, "ওয়াটসন যেভাবে ফাফের সঙ্গে ইনিংস টেনেছে, মনে হল ডিজেল গাড়ি অনায়াসে রাস্তা অতিক্রম করছে।"
অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের প্রশংসা করেছেন সেওয়াগ। মাহিকে নিয়ে সেওয়াগ জানিয়েছেন, "গব্বর ধোনি যেভাবে ১৮ তম ওভারে শার্দুল ঠাকুরকে নিয়ে এল। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। বাকি কাজটা চেন্নাইয়ের দুই ওপেনার করে দিল।"
আরও পড়ুন - IPL 2020: আঙুলে চোট, ছিটকে গেলেন অমিত মিশ্র