নিজস্ব প্রতিবেদন:  জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়েছে আরসিবি। আরসিবি-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্পিনার যুজবেন্দ্র চাহল। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। আর সেই দেখেই টিভির সামনে নেচে উঠলেন চাহলের হবু স্ত্রী ধনশ্রী ভার্মা। ইতিমধ্যেই নেটিজেনরা বলতে শুরু করে দিয়েছেন লেডি লাকেই নাকি এমন সাফল্য চাহলের!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সোমবার একটা সময় মনে হচ্ছিল জনি বেয়ারস্টো-মনীশ পাণ্ডে জুটি অনায়াসেই ব্যাঙ্গালোরের ১৬৪ রানের টার্গেট পার করে দেবে। কিন্তু ১৬ নম্বর ওভারে পর পর দু বলে জনি বেয়ারস্টো আর বিজয় শঙ্করের উইকেট তুলে নেন চাহল। আরসিবি-কে ম্যাচে ফেরান তিনি। আর তাতেই জয়ের গন্ধ পেয়ে যায় বিরাটের দল। ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন চাহল। ম্যাচের সেরা হন তিনি।


 



টিভিতে সেই দেখে খুশিতে নাচতে শুরু করে দেন চাহলে র হবু স্ত্রী ধনশ্রী ভার্মা। অগাস্ট মাসেই পেশায় চিকিত্সক, ইউটিউবার ও কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন যুজবেন্দ্র চাহাল।


 


আরও পড়ুন - IPL 2020: নাইট শিবিরে স্বস্তি! মঙ্গলে শেষ কোয়ারেন্টিন, বুধে খেলতে পারবেন মরগ্যান-কামিন্স