IPL 2020: আইপিএলের এল ক্লাসিকো শুরু, প্রথমে ব্যাটিং করছে রোহিতের দল
আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। ৪৩৬ দিন পর আবার মাঠে ফিরছেন মাহি।
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের এল ক্লাসিকো দিয়ে কোভিড-কালের ক্রিকেট উত্সব শুরু হয়ে গেল আমিরশাহিতে। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। কোয়ারেন্টিন-আইসোলেশন-কোভিডটেস্ট-সোশ্যাল ডিসট্যান্স পেরিয়ে জৈব সুরক্ষা বলয়ে বাইশ গজে ব্যাট-বলের লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। ৪৩৬ দিন পর আবার মাঠে ফিরছেন মাহি।
মাঠে ফিরলেন অধিনায়ক ধোনি। জিতলেন টস। এদিন আবু ধাবিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএলে নেই উদ্বোধনী অনুষ্ঠান। নেই চিয়ারলিডার্সও। এমনকী মাঠে দর্শকরাও আসতে পারবেন না এবার। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে নেমে ক্রিকেটাররা কী করে নিজেদের উদ্বুদ্ধ করবেন সেটাই এখন দেখার।
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), সূর্ষকুমার যাদব, সৌরভ তেওয়ারি, কুইন্টন ডি'কক, ক্রুনাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, ট্রেন্ট বোল্ট, কায়রন পোলার্ড, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), মুরলী বিজয়, শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, আম্বাতি রায়াডু, কেদার যাদব, লুঙ্গি এনগিডি, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, পীযুষ চাওলা
আরও পড়ুন - IPL 2020: কোয়ারেন্টিন শেষে মাঠে নেমে পড়লেন দ্রে রাস, সঙ্গে কোচ ম্যাকালামও