IPL 2021: নটরাজন করোনাক্রান্ত হওয়ার পরেই আইপিএলে বড় পদক্ষেপ বোর্ডের
করোনার জন্যই ভারত থেকে আইপিএল সরে এসেছে মরুদেশে।
নিজস্ব প্রতিবেদন: গত রবিবার থেকে শুরু হয়েছে আইপিএলের (IPL 2021) দ্বিতীয় ভাগের খেলা। শুরুতেই সংযুক্ত আরব আমিরশাহিতে কোভিড হানার খবর মিলেছে। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) পেসার টি নটরাজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে চলে যেতে হয় আইসোলেশনে।
করোনার হাত থেকে খেলোয়াড়দের সুরক্ষিত রাখতে বিসিসিআই এবার হাত ধরেছে আবুধাবির ভিপিএস হেল্থ কেয়ারের। যারা প্রতি মুহূর্তে কোভিড রিপোর্ট শুধু প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই পাঠাবে না, সেই রিপোর্ট পৌঁছে যাবে বোর্ডের কাছে। সংযুক্ত আরব আমিরশাহির কেন্দ্রীয় কোভিড পরীক্ষার সংস্থা এই ভিপিএস হেল্থ কেয়ার।
আরও পড়ুন: T20 World Cup: কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে শ্রীলঙ্কার গুরুদায়িত্ব জয়বর্ধনের কাঁধে
এই বিষয়ে সংবাদ সংস্থা বিসিসিআই-এর সঙ্গে কথা বলে এএনআই। বোর্ডের কর্তা বলেন, "বিসিসিআই মনে করেছে কেন্দ্রীয় টেস্টিং এজেন্সির সাহায্য নেওয়াই ভাল। যার ফলে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে চলে যায়। ফলে এই প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়। বোর্ড শুধুই জানিয়ে দিয়েছে বায়ো বাবলের মধ্যে দলের সকলের যেন শরীরের তাপমাত্রাও নিয়মিত পরিমাপ করা হয়। সেই তথ্য যেন ম্যাচের দিন বোর্ডের কাছে থাকে। টিম হোটেল ছেড়ে মাঠে যাওয়ার আগেই সব ফ্র্যাঞ্চাইজিকে এই রিপোর্ট দিতে হবে বিসিসিআইকে।"
করোনার জন্যই ভারত থেকে আইপিএল সরে এসেছে মরুদেশে। এবার এখানেও করোনা আতঙ্ক ধরিয়েছে। বোর্ড চাইছে কোনও ভাবেই যেন আইপিএলে করোনা সংক্রামিত না-হতে পারে। তার জন্যই করোনা পরীক্ষার রিপোর্টে এতটা জোর দিয়েছে বিসিসিআই। নটরাজনের পরিবর্তে হায়দরাবাদ কোভিড বিকল্প বেছে নিয়েছে। দলে এসেছে জম্মু ও কাশ্মীরের মিডিয়াম পেসার উমরান মালিক। দেখা যাক কী ছাপ রাখেন তিনি!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)