নিজস্ব প্রতিবেদন: একটা সময় তাঁকে দেশের সেরা অলরাউন্ডার বলে ধরে নেওয়া হয়েছিল। প্রবাদপ্রতিম কপিল দেবের উত্তরসূরি বলা হত তাঁকে। অথচ সেই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এখন মাঠের বাইরে। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দুটি ম্যাচ খেলে ফেললেও খেলছেন না। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (WT20)। অথচ হার্দিকের দেখা নেই। অবশ্য তাঁর না খেলার কারণ ব্যাখ্যা করলেন দলের বোলিং কোচ শেন বন্ড (Shane Bond)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনেকের মতে হার্দিকের ফিটনেস সমস্যা রয়েছে। কিন্তু কেন খেলছেন না হার্দিক? কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) কাছে ৭ উইকেটে হারের পর এই প্রশ্ন আরও প্রকট হয়ে উঠল। যদিও বন্ডের জবাব, "হার্দিক একদম ঠিক আছে। দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে। তবে সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আমরা সব দিকের ভারসাম্য বজায় রাখতে চাইছি।" 


আরও পড়ুন: IPL 2021: ম্যাচ জিতিয়ে কী বললেন নাইটদের নায়ক Rahul Tripathi? জানতে পড়ুন


 



টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএল-এর (IPL 2021) সবকটা ফ্রাঞ্চাইজিকে নাকি চিঠি দিয়েছে বিসিসিআই ( BCCI)। শোনা যাচ্ছে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বন্ড সেটা নিয়ে মুখ খুলতে রাজি নন। তবে বলেন, "আমরা ক্রিকেটারদের মতামতকেও আমরা গুরুত্ব দিই। তাই তাড়াহুড়ো করতে চাই না। হার্দিক দলের সঙ্গে অনুশীলন করছে। আশাকরি পরবর্তী ম্যাচে ও মাঠে নামবে।"  


২৬ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। শেষ বার গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে শেষবার তাঁকে খেলতে  দেখা গিয়েছিল। তবে পিঠের চোট সারিয়ে আসার পর থেকে নিয়মিত বোলিং করছেন না হার্দিক। ফলে তাঁর ফিটনেস নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তাই হার্দিক আরসিবি-র বিরুদ্ধে মাঠে নামেন কিনা এখন সেটাই দেখার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)