নিজস্ব প্রতিবেদন: আইপিএলের সর্বোচ্চবার চ্যাম্পিয়ন টিম মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা ভাল হয়নি। গত শুক্রবার অসাধারণ টিম গেমে মুম্বইকে দুই উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আগামিকাল ফের চেন্নাইয়ে খেলতে নামছে রোহিত অ্যান্ড কোং। বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স (KKR)। যারা প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাদকে (SRH) দুরন্ত মেজাজে হারিয়ে দিয়েছে। রোহিতরা জয়ের মুখ দেখতে মরিয়া, অন্যদিকে কেকেআর জয়ের রাস্তায় থাকতে চাইবে। কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের গেমপ্ল্যানে কি রোহিত শর্মাকে (Rohit Sharma) ফের বোলার হিসাবে দেখা যাবে? এমনটাই ইঙ্গিত পাওয়া গেল মুম্বইয়ের নেটে। হিটম্যান হাত ঘোরালেন পুরোদমে। দেখতে গেলে শেষ ৬ বছর আগে মুম্বইয়ের অধিপতি আইপিএলে শেষবার বল করেছিলেন। তার দুই মরসুম আগে রোহিত মাত্র ২ ওভার ২ বল করেছিলেন।



মুম্বইয়ের ওপেনার কিন্তু ডেকান চার্জাসের নিয়মিত বোলার ছিলেন। প্রথম তিন মরসুমে ৪৬ ওভার বল করেছিলেন তিনি। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএলে রোহিত হ্যাটট্রিক করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধেই। আগামিকাল দেখার যে, রোহিত ফের বল করেন কি না? অন্যদিকে হার্দিক পাণ্ডিয়াও আগামিকাল বল করছেন না। তার ইঙ্গিত দিয়ে রাখলেন মুম্বইয়ের ডিরেক্ট অফ ক্রিকেট অপারেশনস জাহির খান। হার্দিকের প্রসঙ্গে জাহির বলছেন, "পুরো প্যাকেজ হিসাবে হার্দিকের গুরুত্ব রয়েছে সবসময়। কিন্তু গত ম্যাচে কাজের ধকলের একটা বিষয় ছিল। ইংল্যান্ড সিরিজে ৯ ওভার বল করেছে হার্দিক। ও ফিজিও-র সঙ্গে কথা বলেই বল করেনি। ওর কাঁধ নিয়ে একটু চিন্তা রয়েছে। তবে ভয়ের কিছু নয়। দ্রুতই ওকে বল করতে দেখা যাবে। ঠিক কবে সেটা ফিজিও বলতে পারবেন। আমরা আশাবাদী হার্দিকের হাতে সাদা বল দ্রুত দেখতে পাব।"