নিজস্ব প্রতিবেদন: অনুশীলনের সময় হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চোটের জন্যই সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) রিস্ট স্পিনার। কুলদীপের শুধুই আইপিএলই মাঝ পথে শেষ হল না। জানা যাচ্ছে আসন্ন ঘরোয়া মরসুমের অধিকাংশ সময়টাই বাইরে থাকতে হবে ভারতীয় দলের ব্রাত্য 'চায়নাম্যান'কে। এমনটাই রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিসসিআই-এর এক সিনিয়র আধিকারিক বলেন, "কুলদীপ প্র্যাকটিস করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন। ফিল্ডিংয়ের সময় কুলদীপের হাঁটু ঘুরে গিয়ে খুবই বাজে অবস্থা হয়েছে। কুলদীপের আইপিএল খেলার আর কোনও সম্ভাবনা নেই। ওকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।" 


আরও পড়ুন: IPL 2021: জয়ের আনন্দে Virat Kohli-কে নকল করে কী বললেন AB de Villiers?


সম্প্রতি জানা গিয়েছে যে, কুলদীপের মুম্বইতে অস্ত্রোপচার হয়েছে। মাঠে ফিরতে কুলদীপের চার থেকে ছয় মাস সময় লেগে যাবে। ওই আধিকারিক আরও বলেন, "হাঁটুর চোট সবসময় খারাপ। সেরে উঠতে অনেকটা সময় লাগে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টানা ফিজিওথেরাপি ও হাল্কা অনুশীলনের পরেই নেট সেশন করা সম্ভব হবে।" অন্য একটি সূত্র বলছে যে, কুলদীপের মাঠে ফিরতে ফিরতে রঞ্জি শেষ হয়ে যাবে।


শেষ কয়েক বছরে কুলদীপের ভাগ্যের চাকা প্রায় বসে গিয়েছে। সিডনিতে পাঁচ উইকেট নেওয়ার পর রবি শাস্ত্রী বলেছিলেন যে, কুলদীপ বিদেশের মাটিতে এক নম্বর স্পিনার। সেই কুলদীপের ওপরেই টিম ম্যানেজমেন্ট আস্থা হারিয়ে ফেলেছে। এমনকী আইপিএলের মূল দলে থেকেও সুযোগ পাননি। ২৬ বছরের কানপুরের স্পিনার দেশের হয়ে ৭টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ২৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। সব ফর্ম্যাট মিলিয়ে তাঁর ১৭৪টি উইকেট রয়েছে। কুলদীপ দেশের হয়ে শেষবার ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার হয়ে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)