নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ক্ষুরধার মস্তিস্ক ও ঋতুরাজ গায়কোয়াড এবং রবিন উত্থাপ্পার দুরন্ত ব্যাটিং-এর জবাব দিতে না পেরে ৪ উইকেটে হেরে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থদের (Rishabh Pant) দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা দুই বল বাকি থাকতেই তুলে এই নিয়ে নবমবার ফাইনালে গেল চেন্নাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। কিন্তু দিল্লির ওপেনার পৃথ্বী শ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকেন। যদিও শিখর ধাওয়ান (৭) ও শ্রেয়স আইয়ার (১) অল্প রানেই জশ হ্যাজেলউডের বলে আউট হন। বেশিক্ষণ ক্রিজে ছিলেন না অক্ষর প্যাটেলও। তিনি ১০ রান করে আউট হন। যদিও উলটোদিকে পৃথ্বী স্বমেজাজেই ব্যাট করতে থাকেন। শেষপর্যন্ত মাত্র ৩৪ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। মারেন ৭টি চার এবং ৩টি ছয়।


বাকিটা সময় হেটমেয়ার এবং পন্থ শো। পঞ্চম উইকেটে দু’জনে ৮৩ রান যোগ করেন। আর এই দুজনের পার্টনারশিপে ভর করেই স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তোলে দিল্লি। হেটমেয়ার ২৪ বলে ৩৭ রান করে আউট হলেও পন্থ মাত্র ৩৫ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৩টি চার এবং দুটি ছয়। 


আরও পড়ুন: IPL 2021: WT20-এর ১৫ সদস্যের ভারতীয় দলের ক্রিকেটারদের রিপোর্ট কার্ড দেখুন


আরও পড়ুন: WT20: Hardik Pandya-র ফিটনেস নিয়ে বিরক্ত জাতীয় নির্বাচক কমিটি


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ফাফ দু’প্লেসিসের উইকেট হারায় চেন্নাই। কিন্তু হাল ছাড়েননি ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড। প্লেসিস আউট হতেই তিন নম্বরে রবিন উত্থাপ্পাকে নামিয়ে দারুণ চাল দিলেন 'ক্যাপ্টেন কুল'। আর সেই চলেই কুপোকাত দিল্লি। দীর্ঘদিন পর পুরনো মেজাজে উত্থাপ্পাকে দেখা গেল। ৪৪ বলে ৬৩ রান করলেন তিনি। তবে উত্থাপ্পা আউট হলেও ৫০ বলে ৭০ রান করেন ঋতুরাজ। 


এরপর শেষদিকে ত্রাতা হিসেবে দেখা দিলেন সেই ধোনি। শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রানের। প্রথম বলে মঈন আলিকে আউট করে হ্যাটট্রিকের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন টম কুরান। কিন্তু ৪০ বছরে পা দেওয়া মাহি ফের জাত চিনিয়ে দিলেন। মাত্র ৬ বলে ১৮ রানে অপরাজিত থেকে চেন্নাইকে আরও একবার ফাইনালে নিয়ে গেলেন ধোনি।  


তবে দিল্লি এই ম্যাচ হারলেও তাদের কাছে এখনও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। সোমবার আরসিবি-কেকেআর ম্যাচের বিজয়ীর সঙ্গে কোয়ালিফায়ার টু’তে খেলতে নামবে পন্থের দিল্লি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)