নিজস্ব প্রতিবেদন : নিলামের মাধ্যমে সাধারণভাবে ফ্রাঞ্চাইজি দলগুলো আইপিএল-এ নিজেদের স্কোয়াড সাজিয়ে তোলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরশুমে নিলাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। একটি রিপোর্টে পাওয়া তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। করোনা ভাইরাস এর কারণেই আইপিএল নিলাম স্থগিত করা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সূত্রের খবর, আগামী মরশুমে অর্থাৎ ২০২১ সালের আইপিএল-এর আসরে থাকবে না কোনও নিলাম। চোট সমস্যা কিংবা কোনও ক্রিকেটার খেলতে না পারলে তালিকায় থাকা ক্রিকেটারদের থেকেই বেছে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।


 


চলতি বছরের আইপিএল শেষ হবে ১০নভেম্বর। ২০২১ সালের আইপিএল-এর জন্য মাত্র সাড়ে চার মাস সময় পাবেন আয়োজকরা। তাই টুর্নামেন্টের আগে আইপিএল অকশানের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। তাই আপাতত আগামী মরশুমে আইপিএল নিলাম থেকে সরে দাঁড়াচ্ছে বিসিসিআই।



আরও পড়ুন -RCB-র প্রতি 'বিরাট' ভালোবাসা, IPL-এ মাঠে নামার জন্য ছটফট করছেন কিং কোহলি