IPL 2021: কোভিড জয়ী Michael Hussey এখন সুস্থ, অস্ট্রেলিয়া না মলদ্বীপে যাবেন তিনি?
আইপিএলের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ানদের দেশে ফেরা নিয়ে একটা সমস্যা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কোভিড যুদ্ধে জয়ী মাইকেল হাসি (Michael Hussey)। প্রাক্তন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ও চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ এখন সম্পূর্ণ সুস্থ। আইপিএল চলাকালীনই করোনাক্রান্ত হয়ে হাসি ভর্তি হয়েছিলেন চেন্নাইয়ের এক হাসপাতালে। অবশেষে মারণ ভাইরাসকে হারিয়ে দিয়েছেন হাসি। কিন্তু এখন প্রশ্ন হাসি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরবেন নাকি মলদ্বীপে যাবেন? হাসির শারীরিক পরিস্থিতি ও সম্ভাব্য গন্তব্য নিয়ে কথা বলেছেন সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন। তিনি বলছেন, “হাসি আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ এসেছে। ও খুব ভাল ভাবে সুস্থ হয়ে উঠেছে। এখনও আমরা এই সিদ্ধান্তে আসিনি যে, হাসি কোন পথে ফিরে যাবে, মলদ্বীপ নাকি অস্ট্রেলিয়া!
আরও পড়ুন: COVID-19 যুদ্ধে তহবিলের লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল! অনুভূতি প্রকাশের ভাষা হারালেন ক্যাপ্টেন Kohli
আইপিএলের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ানদের দেশে ফেরা নিয়ে একটা সমস্যা রয়েছে। কারণ সে দেশের সরকার করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ১৫ মে পর্যন্ত ভারত-অস্ট্রেলিয়া বিমান চলাচল বন্ধ রেখেছে। ফলে স্মিথ-ওয়ার্নাররা চেয়েও দেশে ফিরতে পারেননি। বিসিসিআই চার্টার বিমানে চাপিয়ে সকল অজি নাগরিকদের মলদ্বীপে পাঠিয়ে দিয়েছে। দেখতে গেলে হাসির সেঅর্থে ফেরার কথা মলদ্বীপ হয়ে অস্ট্রেলিয়ায়। কিন্তু হাসি চেয়েও অস্ট্রেলিয়া বা মলদ্বীপে ফিরতে পারবেন না। কারণ মলদ্বীপ দক্ষিণ এশীয় দেশগুলির সঙ্গে বিমান চলাচল বন্ধ রেখেছে। এখন যা পরিস্থিতি, তাতে হাসি ভারতেই থেকে যেতে হবে আরও কয়েকটা দিন।