নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামেননি রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম ম্যাচেই তিনি ছিলেন বিশ্রামে। তাঁর জায়গায় ক্যাপ্টেনসির ব্যাটন উঠেছিল কায়রন পোলার্ডের হাতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিতের অনুপস্থিতি নিয়ে অনেকের মনেই অনেক সংশয় তৈরি হয়েছিল। এমনকী স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াও ছিলেন না প্রথম একাদশে। রোহিত-হার্দিককে ছাড়া মুম্বই ২০ রানে হেরেছিল চেন্নাইয়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে, অর্থাৎ কেকেআরের বিরুদ্ধে কি মাঠে নামবেন রোহিত-হার্দিক? বড় আপডেট দিলেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে।


আরও পড়ুন: IPL 2021: দলের দায়িত্ব ছাড়ছেন Kohli! তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন Gambhir


ম্যাচের পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মাহেলা বলেন, "রোহিত ব্যাটিং করেছে, দৌড়েছে। লন্ডন থেকে ফেরার পর আমরা ভেবেছিলাম ওর কয়েকটা দিন নেওয়া প্রয়োজন যাতে পরের ম্যাচ খেলতে পারে। হার্দিক ট্রেনিং করছে। ওর সামান্য চোট রয়েছে। সাবধানতার জন্যই কয়েক'টা অতিরিক্ত দিন দেওয়া হয়েছে। তেমন গুরুতর কিছু নয়।" আগামী বৃহস্পতিবার মুম্বই খেলবে কলকাতার বিরুদ্ধে। বোঝাই যাচ্ছে যে, মাঠে নামছেন রোহিত।


মুম্বই ইন্ডিয়ান্সের অন্দরমহলের খবর যে, রোহিতের হাঁটুতে সমস্যা রয়েছে। সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট তাঁর হাঁটুতে সমস্য হয়েছিল। রোহিতকে নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। ফলে হিটম্য়ানকে প্রথম ম্যাচে নামানোর ঝুঁকি নেয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন টিম।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)