IPL 2021: দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার! এগিয়ে এলেন বাংলার ক্রিকেটার Sreevats Goswami
করোনা বিধ্বস্ত ভারতে এখন অক্সিজেনের আকাল। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আর্তনাদ উঠেছে দেশ জুড়ে।
নিজস্ব প্রতিনিধি: করোনা বিধ্বস্ত ভারতে এখন অক্সিজেনের ভয়ঙ্কর আকাল। প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার আর্তনাদ উঠেছে দেশ জুড়ে। এই কঠিন সময়ে জীবনদায়ী অক্সিজেন কেনার জন্য ৯০ হাজার টাকার অনুদান দিলেন বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী (Sreevats Goswami)। এই মুহূর্তে আইপিএলে (IPL 2021) সানরাইজার্স হায়দরাবাদের (SRH) হয়ে খেলছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। ডোনেটকার্ট নামের একটি এনজিও-কে অক্সিজেন কেনার জন্য এই টাকা দিয়েছেন শ্রীবৎস। তারাই টুইট করে সেই বার্তা দিয়ে বাংলার ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছে। এই সংস্থা করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে দেশ জুড়ে অক্সিজেন সরবরাহ করছে। সেই কাজেই শ্রীবৎস নিজের হাত বাড়ালেন।
আরও পড়ুন: ক্রিকেটারদের পর এবার আম্পায়ারদের পালা, IPL থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন
এর আগে প্যাট কামিন্স (Pat Cummins) ও ব্রেট লি (Bret Lee) লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন অক্সিজেন কেনার জন্য। পিএম কেয়ার্স তহবিলে কামিন্স দিয়েছিলেন ৫০ হাজার মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ ৩৬ হাজার ৭৫৯ টাকা) অনুদান৷লি একটি বিটকয়েন (ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪০ লক্ষ ৯৫ হাজার ৯৯১ টাকা) দেন। সেই তালিকায় নাম লেখালেন শ্রীবৎস। তিনি সকলের কাছে আবদেন করেছেন এগিয়ে আসার জন্য়।