নিজস্ব প্রতিনিধি: করোনা (COVID-19) ধাক্কায় বিধ্বস্ত হয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। আইপিএল (IPL 2021) চলাকালীনই করোনা বাসা বেঁধেছিল নীতিশ রানা, স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়রের শরীরে। আইপিএল ভেস্তে যাওয়ার পরেও নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টিম সেইফার্ট (Tim Seifert) ও প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) করোনাক্রান্ত হন। কেকেআরের মোট পাঁচজন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছিলেন। তবে অবশেষে এবার স্বস্তির খবর এল। কোভিডকে হারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বরুণ ও সন্দীপ। সোমবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই-এর আধিকারিক এই খবর দিয়েছেন। তিনি বলছেন, “চক্রবর্তী ও সন্দীপ ঘরে ফিরে এসেছে বাধ্যতামূলক ১০ দিনের নিভৃতবাস কাটিয়ে। তবে কেকেআর ওদের শরীরে খোঁজখবর রাখবে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Preity র সঙ্গে হোটেলের রুমে একান্তে ক্রিকেটার, ছবি প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা!


অন্যদিকে দেশ-বিদেশের ক্রিকেটার ও আইপিএলের (IPL 2021) সঙ্গে যুক্ত সকলেই নিজের দেশে ফিরে গিয়েছেন। সকলকে নিরাপদে নিজেদের ঘরে ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল বিসিসিআই (BCCI)। আইপিএলে খেলা কেকেআরের দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারিন (Sunil Narine) পৌঁছে গিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সঙ্গে সেদেশের টিভি প্রোডাকশনের যুক্ত ব্যক্তিরাও। নারিন-রাসেল ও ওয়েস্ট ইন্ডিজের সকলকে সাবধানে ঘরে ফেরানোর জন্য উইন্ডিজ ক্রিকেট কৃতজ্ঞতা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।