Mumbai Indians যেন Undertaker! তুলনা টানলেন Virender Sehwag
পরিসংখ্যান বলছে এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে শেষ ১২ বারের সাক্ষাতে ১১ বারই হারল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চিপকে শেষ ওভারে বাজিমাত করেই মুম্বই ১০ রানে হারিয়েছে কলকাতাকে।
নিজস্ব প্রতিবেদন: পরিসংখ্যান বলছে এই নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সঙ্গে শেষ ১২ বারের সাক্ষাতে ১১ বারই হারল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চিপকে শেষ ওভারে বাজিমাত করেই মুম্বই ১০ রানে হারিয়েছে কলকাতাকে। শেষ মুহূর্তে ম্যাচে মুম্বইয়ের আধিপত্য ফলাতে দেখে বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag) রোহিতদের সঙ্গে কিংবদন্তি WWE তারকা আন্ডারটেকারের (Undertaker) তুলনা টানলেন।
দেশের প্রাক্তন ওপেনার বীরু ইনস্টাগ্রামে আন্ডারটেকারের ম্যাচের একটি GIF শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে আন্ডারটেকার কফিনের মধ্যে থেকেই চোক-স্ল্যাম (choke-slamm) দিচ্ছেন র্যান্ডি অর্টনকে (Randy Orton)। আন্ডারটেকারের আপামোর ফ্যানেরা জানেন যে, তিনি শেষ মুহূর্তে ফাইট জিতে নেওয়ার জন্য বিখ্যাত। ফলে আন্ডারটেকারের সঙ্গেই মুম্বইয়ের মিল পেলেন বীরু। তিনি লিখলেন, "শেষ ৫ ওভারে মুম্বই এভাবেই ফিরে এল কলকাতার বিরুদ্ধে।"
আরও পড়ুন: IPL 2021:KKR মালিক Shahrukh Khan যা বললেন তা মানতে পারলেন না Andre Russell
চিপকে ম্যাচ জয়ের জন্য শেষ ৬ বলে ১৫ রানের টার্গেট ছিল কলকাতার সামনে দুই অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক ও রাসেল ছিলেন ক্রিজে। বিশ্ববন্দিত পেসার ট্রেন্ট বোল্টকে শেষ ওভারের দায়িত্বটা দিয়েছিলেন রোহিত। বোল্ট জানেন, তাঁকে কী করতে হবে। রাসেলকে তিনি আউট করে দেন ২০ নম্বর ওভারের তৃতীয় বলে। এরপর প্যাট কামিন্সকে বোল্ড করেই মুম্বইয়ের হয়ে ম্য়াচটা জিতে নেন বোল্ট। আন্দ্রে রাসেলের ৫ উইকেটের সৌজন্যে কলকাতা ১৫২ রানে মুম্বই বেঁধে রেখেছিল। কিন্তু শেষরক্ষা হল না।