IPL 2022: আউট হয়ে চরম ক্ষোভ দেখালেন Matthew Wade, ছুঁড়লেন ড্রেসিংরুমে ব্যাট
আউট হয়েই রেগে আগুন হয়ে গেলেন ম্যাথু ওয়েড (Matthew Wade)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) এই বাঁহাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) বলে লেগবিফোর হয়ে ফিরে যান।
নিজস্ব প্রতিবেদন: ছন্দে ছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন। তাও আবার বিতর্ক সঙ্গী করে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচে আউট হয়েই রেগে আগুন হয়ে গেলেন ম্যাথু ওয়েড (Matthew Wade)। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) এই বাঁহাতি ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) বলে লেগবিফোর হয়ে ফিরে যান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। মাঠ ছাড়ার সময়ই তাঁর বডি ল্যাঙ্গুয়েজে বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ফুঁসছিলেন রীতিমতো। শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ঢুকেই পরই নিজের হেলমেট ছুড়ে ফেলেন। ব্যাট দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকেন বিভিন্ন জিনিসে। স্বভাবতই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুভমন গিল (Subhman Gill) আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ওয়েড। ঘটনাটি ঘটে পাওয়ার প্লে-র শেষ ওভারে। সেই ওভারের দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলকে সুইপ মারতে যান বাঁহাতি ব্য়াটার। উইকেটের সামনে পা পড়ে যাওয়ায় ম্যাক্সওয়েল লেগ বিফোরের আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু তখনই রিভিউ নেন ওয়েড। তিনি নিশ্চিত ছিলেন যে বল তাঁর গ্লাভসে লেগেছে। কিন্তু পরে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তেও আউট হন ওয়েড। ১৩ বলে ১৬ রানে আউট হয়ে মাঠ ছাড়ার সময় বিস্মিত দেখায় ওয়েডকে। এরপর ড্রেসিংরুমে ফিরে নিজের ক্ষোভ উগরে দেন তিনি।
আরও পড়ুন: Virender Sehwag: 'Sourav Ganguly-র মতো Virat Kohli সতীর্থদের পাশে থাকেননি', বিস্ফোরক বীরু