নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে হেরেই আইপিএল (IPL 2022) অভিযান শুরু করেছে গতবারের ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। দ্বিতীয় ম্যাচেও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) অ্যান্ড কোংকে হারতে হল। লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ২১০ রান করেও মুখরক্ষা হয়নি চেন্নাইয়ের। ম্যাচ হেরে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) দুষলেন মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামের পিচকে। সাফ বলে দিলেন এই পিচে পরে ব্যাট করেই পাওয়া যাবে সুবিধা। কারণ এখানে স্পিনারদের জন্য কিছু নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে ফ্লেমিং বলেন, "স্পিনারদের কোনও রাস্তা নেই এখানে। নায়াগ্রা জলপ্রপাতের মতো ভেজা পিচ। লখনউ ভাল খেলেছে। স্পিনারদের পক্ষে বল গ্রিপ করা অত্যন্ত কষ্টসাধ্য, তেমনই সমস্যা তাদের কার্যকরী হয়ে ওঠা। আবহাওয়া এখানে স্পিনার। মাঝের ওভারে শিবম দুবেকে ব্যবহার করার ভাবনা কাজে আসেনি। ওরা সত্যিই ভাল খেলেছে। আমারা ভেবেছিলাম ২১০ পার স্কোর হবে। তবে এই মুহূর্তে যারা পরে ব্যাট করবে তারা অনেক বেশি সুবিধা পাবে।"


চেন্নাইয়ের দুই তরুণ পেসার তুষার দেশপাণ্ডে (৪ ওভারে ৪০) ও মুকেশ চৌধুরি (৩.৩ ওভারে ৩৯) রান খরচ করেছেন। তাঁরাই সবচেয়ে দামি প্রমাণিত হয়েছেন। অন্যদিকে শিবম দুবে এক ওভারে হজম করেছেন ২৫ রান। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ২ ওভারে ২১ রান দিয়েছেন, মইল আলি পেয়েছেন এক ওভার। শেষ করেছেন ১৪ রানে। ডোয়েন ব্র্যাভো নির্দিষ্ট কোটার বল করেছেন ৩৫ রানের বদলে।


আরও পড়ুন: Dwayne Bravo: আইপিএল ইতিহাস ব্র্যাভোর! ক্যারিবিয়ানের গানেই তাঁকে শুভেচ্ছা মালিঙ্গার


আরও পড়ুনMS Dhoni-Gautam Gambhir: ধোনি-গম্ভীরের রিইউনিয়ন! ফ্যানরা হাঁটলেন স্মৃতির সরণিতে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)