নিজস্ব প্রতিবেদন: আগামিকাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে (Wankhede Stadium Mumbai) মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস (KKR vs PBKS)। প্রথম ম্যাচে পঞ্জাব দুরন্ত জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। কেকেআরের বিরুদ্ধে নামার আগেই বাড়তি শক্তি পেয়ে গেল পঞ্জাব। প্রীতি জিন্টার টিমে যোগ দিলেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। চলতি মরশুমে ইংল্য়ান্ডের মারকুটে ওপেনারকে পঞ্জাব ৬.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেয়ারস্টো বিগত তিন মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে (Sunrisers Hyderabad) ২৮ ম্যাচে ১০৩৮ রান করেছিলেন। বেয়ারস্টোর গড় ও স্ট্রাইকরেট ৪০ ও ১৪০-এর ওপরেই ছিল। এমনকী আইপিএলে সেঞ্চুরিও রয়েছে বেয়ারস্টোর। যদিও বেয়ারস্টোর কোনও ভাবেই কেকেআরের বিরুদ্ধে খেলা সম্ভব নয়। কারণ আপাতত বেয়ারস্টোকে আইপিএলের কোভিড বিধি মেনে হোটেলে তিনদিনের বাধ্যতামূলক নিভূতবাসে কাটাতে হবে। তবে তৃতীয় ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন তিনি।


আরও পড়ুন: Mohammad Kaif: কেকেআরে কুলদীপের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ! কাইফ একহাত নিলেন কার্তিক-মর্গ্যানকে


আরও পড়ুন: IPL 2022 চ্যাম্পিয়ন হবে Rajasthan Royals! কারণ জানালেন Yuzvendra Chahal

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)