নিজস্ব প্রতিবেদন: কথায় আছে বড় যোদ্ধারা আসল মঞ্চের অপেক্ষায় থাকেন। যেমনটা আন্দ্রে রাসেল (Andre Russel) ও শাহরুখ খান (Shah Rukh Khan)। দুজনেই অনেক দিন পরে চেনা মেজাজে ধরা দিলেন। 'দ্রে রাস' বাইশ গজে ঝড় তুলে পঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় উইকেটে হারিয়ে দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিলেন 'কিং খান'। দুই ম্যাচ উইনার 'দ্রে রাস' ও উমেশ যাদবের (Umesh Yadav) প্রশংসায় পঞ্চমুখ কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অন্যতম মালিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রথমবার নাইটদের জয় দেখার পর শাহরুখ টুইটারে লিখেছেন, 'রাসেল! তুমি ফিরে এসেছ বন্ধু। বহু দিন পরে এত উঁচুতে বল উড়তে দেখলাম। তুমি যখন বলটা মারো, দেখে মনে হয় আনন্দের সঙ্গে আকাশে উড়ে যাচ্ছে বলটি।' উমেশ সম্পর্কে লিখলেন, 'উমেশও অসাধারণ। শ্রেয়স আইয়ার ও তাঁর দলকে অনেক অভিনন্দন। খুব ভাল রাত কাটিও সবাই।' 




শুক্রবার পঞ্জাব কিংসের দেওয়া মাত্র ১৩৮ রান তাড়া করতে গিয়ে একটা সময় ব্যাকফুটে চলে গিয়েছিল কেকেআর। মাত্র ৫১ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রেয়স আইয়ারের দল। সেখান থেকে ৩১ বলে ৭০ রানের ইনিংস খেলে কেকেআরকে জেতালেন রাসেল। অন্যদিকে ২৩ রানে চার উইকেট নিয়ে ম্যাচে সেরা হয়েছেন 'বিদর্ভ এক্সপ্রেস'। তাই কমলা ও বেগুনি টুপি আপাতত নাইট শিবিরের দখলে। কমলা টুপি রাসেলের। বেগুনি টুপি পেয়েছেন উমেশ।


আরও পড়ুন: KKR vs PBKS, IPL 2022: বলে Umesh, ব্যাটে Russell, হেসে খেলে জিতল নাইটরা


আরও পড়ুন: Umesh Yadav, KKR vs PBKS, IPL 2022: আগুনে উমেশ! সোশ্যালে প্রশংসার ঝড়


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)