নিজস্ব প্রতিবেদন:  সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে বসতে পারে আইপিএল-এর নিলামের আসর। এর আগেই সবাইকে চমকে দিয়ে কেএল রাহুলকে দলে নিয়ে নিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ  ফ্রাঞ্চাইজি। বিসিসিআই সুত্র মারফত এমনটাই জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত দুই মরশুম পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করলেও একেবারেই সফল  হননি। তবুও তাঁর হাতেই লখনউ  দলের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।   


আরও পড়ুন: SAvsIND: সবার নজরে Virat Kohli, Siraj না Bhuvneshwar Kumar, কেমন হবে প্রথম একাদশ?


আরও পড়ুন: Exclusive: চোটপ্রবণ হলেও টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি Rohit, জানিয়ে দিলেন Dinesh Lad


রাহুল ছাড়াও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকেও কিনেছে লখনউ। জানা গিয়েছে যে রাহুলের জন্য এই ফ্রাঞ্চাইজি ১৫ কোটি টাকা খরচ করেছে। স্টোইনিসকে ১১ কোটি ও বিষ্ণোইকে ৪ কোটি টাকায় কেনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। অর্থাৎ আইপিএল-এর নিলামে ৬০ কোটি টাকা নিয়ে নামবে সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)