নিজস্ব প্রতিবেদন: প্রথমে কেএল রাহুল ও দীপক হুডার ব্যাটিং, এরপর আবেশ খান ও জ্যাশন হোল্ডারের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদকে ১২ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্ট। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৯ রান তুলেছিল লখনউ। ৯ উইকেটে ১৫৭ রানে আটকে যায় আটকে গেল হায়দরাবাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভাল হয়নি লখনউয়ের। নিজের পর পর দু’ওভারে দু’টি উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় লখনউ। সুন্দরের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন কুইন্টন ডি’কক। এরপর এভিন লুইসকে পরের ওভারেই তুলে নেন সুন্দর। 



পঞ্চম ওভারে মণীশ পাণ্ডেকে হারায় লখনউ। পাওয়ার প্লে-তে মাত্র ৩২ রানে তিন উইকেট হারায় লখনউ। সেখান থেকে তাদের হাল ধরেন অধিনায়ক রাহুল ও দীপক। দু’জনের চতুর্থ উইকেটে ৮৭ রান যোগ করেন। হুডা ৩৩ বলে ৫১ রান করেন। মারেন তিনটি চার এবং তিনটি ছয়। ১৯তম ওভারে ফিরে যান রাহুল। ৫০ বলে ৬৮ করেছেন তিনি। 


হায়দরাবাদও শুরুটা ভাল করেনি। চতুর্থ ওভারেই ফিরে যান অধিনায়ক উইলিয়ামসন। কিছুক্ষণের মধ্যেই ফিরে যান অভিষেক শর্মাও। ঠিক যখন বড় রান খেলার দিকে এগোচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম, তখন তাঁকে তুলে নেন ক্রুণাল পান্ডিয়া। রাহুল ত্রিপাঠিকেও ফিরিয়ে দেন ক্রুণাল। বাকি কাজটা সারেন আবেশ ও হোল্ডার। ফলে কে এল রাহুলের দলকে জয় পেতে একেবারেই সমস্যা হয়নি। 


আরও পড়ুন: IPL 2022: কত নম্বরে ব্যাট করবেন Andre Russell? কবে মাঠে নামবেন Pat Cummins? জানালেন Brendon Maccullam


আরও পড়ুন: Umesh Yadav, IPL 2022: কয়লাখনির অন্ধকার থেকে Team India-র সফর! আবেগপ্রবণ KKR-এর 'বিদর্ভ এক্সপ্রেস'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)