নিজস্ব প্রতিবেদন: ব্যাটে-বলে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৬১ রানে হারিয়ে এ বারের আইপিএল (IPL 2022) অভিযান শুরু করল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। বিপক্ষের বোলারদের মেরে কাজটা শুরু করেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এরপর বল হাতে কেন উইলিয়ামসনের দলকে উড়িয়ে দিলেন প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), ট্রেন্ট বোল্ট (Trent Boult) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ফলে রাজস্থানকে বাইশ গজের যুদ্ধে 'হল্লাবোল' করতে একেবারেই বেগ পেতে হয়নি। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১০ রান তোলে রাজস্থান। জবাবে ৬ উইকেটে ১৪৯ রান তুলে আটকে যায় হায়দরাবাদ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


টস জিতে বল করার সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ দিলেন জস বাটলার। আব্দুল সামাদ ক্যাচ নেন। কিন্তু আম্পায়ার জানালেন নো বল। দিনের শুরুটাই ভাল হল না হায়দরাবাদের। এর পর বাটলারের ক্যাচ ফস্কালেন আব্দুল সামাদ। যদিও সেই উমরান মালিকের সেই বলটাও নো বল ছিল। ২৮ বলে ৩৫ রান করে গেলেন বাটলার। তাঁর ইনিংস তিনটি ছয় এবং তিনটি চার দিয়ে সাজানো ছিল। 


বাটলারের গড়ে দেওয়া ভিতের উপর দাঁড়িয়ে সঞ্জু স্যামসন শাসন করলেন। ২৭ বলে ৫৫ রান করেন রাজস্থানের অধিনায়ক।২৯ বলে ৪১ রান করেন দেবদত্ত পাড়িক্কল। বাকি কাজটা শেষ দিকে সারেন শিমরন হেটমেয়ার। তাঁর মাত্র ১৩টি বলে করলেন ৩২ রানের উপর ভর করে ২০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান। 



ব্যাট হাতে তোলার পর, বল হাতেও বিপক্ষের ঘুম ছুটিয়ে দিল রাজস্থান। সেখানেও বড় ভূমিকা নিলেন আর এক প্রাক্তন নাইট। প্রসিদ্ধ গত বছর নাইটদের হয়ে খেলে টিম ইন্ডিয়ার দরজা খুলে ফেলেন। কেন তাঁকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান সেটা বুঝিয়ে দিলেন প্রথম ম্যাচেই। পর পর দুই ওভারে উইলিয়ামসন এবং রাহুল ত্রিপাঠিকে আউট করেন তিনি। ট্রেন্ট বোল্ট তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। সেখানেই হায়দরাবাদ ম্যাচ থেকে হারিয়ে যায়। 



ওয়াশিংটন সুন্দর ১৪ বলে ৪০ রান করলেও তাঁকে আউট করেন বোল্ট। অবশ্য এর হায়দরাবাদের ম্যাচ হারা নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ বিপক্ষের মিডল অর্ডারকে নাড়িয়ে দেন চাহাল। চাহাল ২২ রানে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নেন বোল্ট এবং প্রসিদ্ধ। 


আরও পড়ুন: IPL: কীভাবে Shoaib-এর পাশে দাঁড়িয়েছিলেন Sourav Ganguly? জানালেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস'


আরও পড়ুন: IPL 2022: কিছু বিদেশিদের বিরুদ্ধে কেন কঠোর সিদ্ধান্ত নিচ্ছে BCCI? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)