নিজস্ব প্রতিবেদন: ফের একবার বিসিসিআই-এর (BCCI) বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় ক্রিকেট বোর্ডের 'যুক্তিহীন' ও 'বোকা বোকা' সংবিধানের জন্যই ইচ্ছা থাকলেও, তিনি আইপিএল-এ (IPL) ধারাভাষ্য দিতে পারেননি। এ বার এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচ। তাঁর মতে 'স্বার্থের সংঘাত' (Conflict Of Interest) বিষয়টা একেবারে  যুক্তিহীন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাস্ত্রী বলেন, "এটা আইপিএলের ১৫তম সংস্করণ। আমি প্রথম ১১ বছর ধারাভাষ্য দিয়েছি। এরপর যুক্তিহীন সংবিধানের নির্বোধের মতো স্বার্থের সংঘাত শর্তে বাঁধা ছিলাম বলেই গত কয়েক মরশুমে আমি ধারাভাষ্য দিতে পারিনি।" 


টিম ইন্ডিয়ার হেড কোচ থাকাকালীন দীর্ঘদিন আইপিএল-এ ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায়নি শাস্ত্রীকে। তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর ফের মাইক হাতে ফিরছেন শাস্ত্রী। 


তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সম্প্রচারকারী সংস্থার সাংবাদিক সম্মেলনেই বিসিসিআই-এর সংবিধানের বিরুদ্ধে মুখ খুললেন শাস্ত্রী। 


আরও পড়ুন: IPL 2022: ছন্দ হারানো Virat Kohli-কে কী পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন


আরও পড়ুন: PAKVsAUS: বুমেরাং! শেষদিনে Babar Azam-দের অল আউট করে সিরিজ জিতে নিল Australia


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)