নিজস্ব প্রতিবেদন: সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) ফিরে যাচ্ছেন নিউজিল্যান্ডে (New Zealand)। দ্বিতীয়বার বাবা হওয়ার স্বাদ পেতে চলেছেন ক্যাপ্টেন কেন। পরিবারের পাশে থাকার জন্যই হায়দরাবাদ অধিপতি বাড়ি ফিরছেন। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে দিল 'অরেঞ্জ আর্মি'। ২০২০ সালে উইলিয়ামসন ও তাঁর স্ত্রী সারা রহিম (Sarah Raheem) প্রথমবার বাবা-মা হওয়ার অনুভূতি পেয়েছিলেন। কন্যার পিতা হয়েছিলেন উইলিয়ামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সে সময় দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মরশুমে আইপিএলের দ্বিতীয় পর্বে অধিনায়কত্বে বদল ঘটে হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। ডেভিড ওয়ার্নারের (David Warner) হাত থেকে ক্যাপ্টেনসির ব্যাটন ওঠে উইলিয়ামসনের হাতে। তবে চলতি আইপিএলের আগে উইলিয়ামসনকে ১৪ কোটি টাকায় ধরে রাখে নিজামের শহরের ফ্র্য়াঞ্চাইজি। উইলিয়ামসন চলতি আইপিএলে ব্যাট হাতে যেমন ব্য়র্থ, তেমনই নেতৃত্ব দিতে গিয়েও দিশা হারান। উইলিয়ামসনের নেতৃত্বে কমলা বাহিনী ১৩ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচ জিতেছে। হেরেছে ৭ ম্যাচ। ১০ দলীয় লড়াইয়ে ১২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ আটে। চলতি আইপিএলে উইলিয়ামসন ১৩ ম্য়াচে মাত্র ২১৬ রান করেছেন। 


আরও পড়ুন: AIFF-Praful Patel: ফেডারেশনে প্রফুল জমানা শেষ! সুপ্রিম-রায়ে দায়িত্বে তিন সদস্যের কমিটি


আরও পড়ুন: Sara Tendulkar: এমনটা মেনে নিতে পারেননি সচিন কন্যাও! সারার হৃদয় ভাঙা প্রতিক্রিয়া ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)