জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবাইকে চমকে দিয়ে ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছিলেন। ২০২১ সালের আইপিএল-এ (IPL 2021) শেষবার তাঁকে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ব্যাট হাতে দেখা গিয়েছিল। এহেন এবি ডিভিলিয়ার্সকে ( AB de Villiers) আবার ২০২৩ সালের আইপিএল-এ (IPL 2023) তাঁর প্রিয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) দেখা যাবে। তবে তিনি প্লেয়ার, মেন্টর না কোচ হিসেবে ফিরে আসছেন? সেটা কিন্তু 'মিস্টার 360 ডিগ্রি' এখনও নিশ্চিন্ত করেননি। কিংবা আরসিবি (RCB) কর্তারাও ডিভিলিয়ার্সকে ভবিষ্যতে কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে মন্তব্য করতে রাজি হননি। বৃহস্পতিবার আরসিবি-র তরফ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়ক। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএল কেরিয়ারের শুরুটা তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলসে শুরু হয়েছিল। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সেখানে ছিলেন এই প্রোটিয়াস তারকা। বিরাটের ডাকে সাড়া দিয়ে ২০১১ সালে আরসিবি-তে নাম লেখান তিনি। এরপর থেকে তাঁর কাছে এই ফ্রাঞ্চাইজি 'সেকেন্ড হোম'। এখনও পর্যন্ত আইপিএল-এ ১৮৪টি ম্যাচ খেলেছেন। রান ৫১৬২। গড় ৩৯.৭১। স্ট্রাইক রেট ১৫১.৬৯। সঙ্গে রয়েছে ৩টি শতরান ও ৪০টি অর্ধ শতরান। দেশের জার্সিতে ১১৪টি টেস্ট (৮৭৬৫ রান, ২২টি শতরান ও ৪৬টি অর্ধ শতরান) ২২৮টি একদিনের (৯৫৭৭ রান, ২৫টি শতরান ও ৫৩টি অর্ধ শতরান) ও ৭৮টি টি-টোয়েন্টি (১৬৭২ রান) খেলেছেন 'মিস্টার 360'। ডিভিলিয়ার্সের নাম ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)