জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2023) শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। নিজেদের প্রাক্তন জোরে বোলারকে দলে ফেরাল কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders)। কেকেআর-এ (KKR) ফিরতে চলেছেন নিউজিল্যান্ডের (New Zealand) বোলার লকি ফার্গুসন (Lockie Ferguson)। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মরসুমেই কেকেআর ছেড়ে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দলে যোগ দিয়েছিলেন লকি। গুজরাতের হয়ে আইপিএল খেতাবও জিতেছেন লকি। তবে আসন্ন মরসুমের জন্য ফের তাঁকে দলে ফেরাল কেকেআর। তাঁর সঙ্গে আফগানিস্তানের তারকা রহমানুল্লাহ গুরবাজও (Rahmanullah Gurbaz)কেকেআরে যোগ দিতে চলেছেন। দুই তারকাকেই ট্রেডিংয়ের মাধ্যমে দলে নিয়েছে কেকেআর। 


আরও পড়ুন: Mahendra Singh Dhoni: 'ক্যাপ্টেন কুল' কি তাহলে বিজেপিতে? অমিত শাহের সঙ্গে একফ্রেমে থাকার পর জোর জল্পনা


আরও পড়ুন: Sachin Tendulkar, ICC T20 World Cup 2022: লজ্জার ভরাডুবির পরেও রোহিতের টিম ইন্ডিয়ার পাশে রয়েছেন সচিন



এদিকে শনিবার সন্ধ্যায় মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) তরফে জানানো হয়েছে, গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে খেলার পর, এই বছর আবার অস্ট্রেলিয়ার পেসার জেসন বেহরেনডর্ফকে (Jason Behrendorff) দলে ফিরিয়েছে পাঁচবারের আইপিএল জয়ী দল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)