আইপিএলের নিলামে কোটিপতি হলেন ১৬ বছরের এই আফগান ক্রিকেটার
১৬ বছর বয়সেই কোটিপতি, সৌজন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
নিজস্ব প্রতিবেদন: মাত্র ১৬ বছর বয়সেই কোটিপতি হলেন আফগান স্পিনার মুজিব জারদান। সৌজন্যে আইপিএলের নিলাম। জারদানকে ৪ কোটি টাকায় কিনল পঞ্জাব।
আইপিএলের নিলামে মুজিব জারদান তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে দল পেলেন। শনিবার আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে ৯ কোটি টাকায় কিনেছে হায়দরাবাদ। তারা আরেক আফগান মহম্মদ নবিকেও ১ কোটি টাকায় দলে নিয়েছে।
২০০১ সালের ২৮ মার্চ জারদানের জন্ম। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। সদ্য পাকিস্তানকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছে আফগানিস্তান। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০টি উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন এই স্পিনার। নিউজিল্যান্ডে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ১৬ বছরের জারদান।