জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার আইপিএল (IPL) জগতে নাম লেখাতে চলেছেন বেন স্টোকস (Ben Stokes)। মাস খানেক আগে পাকিস্তানকে (Pakistan) একা হাতে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2022) জিতেছিলেন ইংল্যান্ডের (England) এই অলরাউন্ডার। সেই ম্যাচের পর থেকেই আইপিএল জগতে তাঁর কামব্যাক নিয়ে আলোচনা চলছিল। ঠিক তেমনভাবে আসন্ন নিলামে তাঁর নামে ঝড় উঠবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার আইপিএল-এর নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ৯৯১ জন ক্রিকেটার। সেই তালিকায় যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশের খেলোয়াড়রা আছেন, তেমনই আয়ারল্যান্ড, নেদরল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ডের মতো দেশের ক্রিকেটাররাও আছেন। 


আইপিএল নিলামের জন্য নথিভুক্ত খেলোয়াড়দের বিষয়ে তথ্য


মোট ৯৯১ জন নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ৭১৪ জন ভারতীয় খেলোয়াড়। বাকি ২৭৭ খেলোয়াড় বিদেশি।
১৮৫ জন 'ক্যাপড' খেলোয়াড় আছেন। 'আনক্যাপড' খেলোয়াড়ের সংখ্যা ৭৮৬। 
'ক্যাপড' ভারতীয় খেলোয়াড়: ১৯ জন। 
'ক্যাপড' আন্তর্জাতিক খেলোয়াড়: ১৬৬ জন।
আইপিএল নিলামের জন্য আইসিসির অ্যাসোসিয়েট দেশের ২০ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন।
আগে আইপিএলে খেলা 'আনক্যাপড' ভারতীয় খেলোয়াড়: ৯১ জন। 
আগে আইপিএলে সুযোগ পাওয়া 'আনক্যাপড' আন্তর্জাতিক খেলোয়াড়: তিনজন। 
'আনক্যাপড' ভারতীয় খেলোয়াড়: ৬০৪ জন। 
'আনক্যাপড' আন্তর্জাতিক খেলোয়াড়: ৮৮ জন।
আফগানিস্তান: ১৪ জন খেলোয়াড়। 
অস্ট্রেলিয়া: ৫৭ জন খেলোয়াড়। 
বাংলাদেশ: ছয়জন খেলোয়াড়। 
ইংল্যান্ড: ৩১ জন খেলোয়াড়। 
আয়ারল্যান্ড: আটজন খেলোয়াড়। 
নামিবিয়া: পাঁচজন খেলোয়াড়। 
নেদারল্যান্ডস: সাতজন খেলোয়াড়। 


আরও পড়ুন: PAK vs ENG: প্রথমদিনেই ৫০৬ রান! বাবরদের বোলিংকে ক্লাবস্তরে নামিয়ে কোন রেকর্ড গড়ল ইংল্যান্ড?


আরও পড়ুন: FIFA World Cup 2022: গ্রিজম্যানের গোল বাতিল মানতে পারছেন না দিদিয়ের দেশঁ, ফিফা-কে কড়া চিঠি লিখল ফ্রান্স


নিউজিল্যান্ড: ২৭ জন খেলোয়াড়। 
স্কটল্যান্ড: দু'জন খেলোয়াড়। 
দক্ষিণ আফ্রিকা: ৫২ জন খেলোয়াড়। 
শ্রীলঙ্কা: ২৩ জন খেলোয়াড়। 
সংযুক্ত আরব আমিরশাহি: ছয়জন খেলোয়াড়। 
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩ জন খেলোয়াড়। 
জিম্বাবোয়ে: ছয়জন খেলোয়াড়।


ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'যদি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখে, তাহলে এবারের নিলামে ৮৭ জন দল পাবেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি খেলোয়াড় হতে পারবেন।'


আইপিএলের নিলাম কবে হবে?


আগামী ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের মিনি নিলাম হবে। গতবারই আইপিএলের মেগা নিলাম হয়েছে। এবার মিনি নিলাম থেকে মূলত নিজেদের ফাঁকফোকর ভরাট করবে বিভিন্ন দলগুলি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)