ওয়েব ডেস্ক: ব্যাটিং পাওয়ার হাউসকে কাজে লাগিয়ে প্রথমবার আইপিএল জিততে মরিয়া বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। দলের অধিনায়ক বিরাট কোহলির স্বপ্নের ফর্ম অব্যাহত। পাশে পাচ্ছেন ফর্মে থাকা এবি ডেভিলিয়ার্সকে। এছাড়াও দলে রয়েছেন সুপার সাইক্লোন ক্রিস গেইল। তাই নিজের স্বপ্নের ফর্মের মধুর সমাপন আইপিএল জিতেই করতে চান বিরাট। বেঙ্গালুরু কোহলিদের ঘরের মাঠ হলেও রবিবার ফাইনালে অবশ্য ছেড়ে কথা বলতে নারাজ সানরাইজার্স হায়দরাবাদও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়ার্নার,যুবরাজ,শিখর ধাওয়ান সমৃদ্ধ সানরাইজার্সের মূল শক্তি টিম গেম। পাশাপাশি দলের পেস ব্রিগেডের মূল অস্ত্র ভুবনেশ্বর কুমার ও মুস্তাফিজুর রহমান রয়েছেন দুরন্ত ছন্দে। ফলে প্রথমবার ফাইনালে কোহলিদের সমানে টক্কর দিতে চাইছে ওয়ার্নার ব্রিগেডও। বেঙ্গালুরুর চিন্নাস্বামীর পিচ স্পোটিং দুদলকেই তাতাচ্ছে। পিচ কিউরেটর জানিয়েছেন পিচ থেকে ব্যাটসম্যানরা যেমন সুবিধা পাবেন তেমন সাহায্য পাবেন পেস বোলাররা। ফলে আইপিএল ফাইনালে বেঙ্গালুরুর ব্যাটিং বনাম সাইনারাইজার্সের পেসের লড়াই দেখার অপেক্ষায় গোটা দেশ।