ওয়েব ডেস্ক: শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। নিশ্চয়ই নতুন সিজন দেখার জন্য খুবই তেতে আছেন। কিন্তু নবম সংস্করন দেখতে বসার আগে পুরনোগুলোও তো একটু মনে করে নিতে হবে নাকি! আইপিএল মানেই তো রান মেশিন সবাই। প্রচুর রান করেন সবাই। আর যে সবথেকে বেশি রান করেন পুরো প্রতিযোগিতায়, তাঁকেই দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। তা সেই আটবারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের মালিকদের নাম মনে আছে? না হলে নিচে দেখে নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অরেঞ্জ ক্যাপ কোন বছর কে পেয়েছেন -


প্রথম আইপিএল, ২০০৮ - শন মার্শ (কিংস ইলেভেন পাঞ্জাব) করেছিলেন ৬১৬ রান!


দ্বিতীয় আইপিএল, ২০০৯ - ম্যাথু হেডেন (চেন্নাই সুপার কিংস) করেছিলেন ৫৭২ রান।


তৃতীয় আইপিএল, ২০১০ - সচিন তেন্ডুলকর (মুম্বই ইন্ডিয়ান্স) করেছিলেন ৬১৮ রান।


চতুর্থ আইপিএল, ২০১১ - ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) - করেছিলেন ৬০৮ রান।


পঞ্চম আইপিএল, ২০১২ - ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর) করেছিলেন ৭৩৩ রান।


ষষ্ঠ আইপিএল, ২০১৩ - মাইকেল হাসি (চেন্নাই সুপার কিংস) করেছিলেন ৭৩৩ রান।


সপ্তম আইপিএল, ২০১৪ - রবীন উথাপ্পা (কলকাতা নাইট রাইডার্স) করেছিলেন ৬৬০ রান।


অষ্টম আইপিএল, ২০১৫ - ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দরাবাদ) করেছিলেন ৬৬০ রান।