১,২ বার নয়, ৫ বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে অনুশীলনের অনুমতি মিলবে IPL-এ
প্রথম দিন, তৃতীয় দিন এবং ষষ্ঠ দিন- এই সমস্ত পরীক্ষায় পাস করলে তবে সেই ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ বায়ো সিকিউর বাবলে প্রবেশ করবে
নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগকে সঙ্গে নিয়েই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল। তবে ক্রিকেটারদের জন্য কোয়ারেন্টিনে থাকার নিয়মে বেশ কড়াকড়ি করতে চলেছে বিসিসিআই- সূত্রের খবর এমনই। একবার কিংবা দু'বার নয় মোট পাঁচ-পাঁচ বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই দুবাইয়ে অনুশীলন শুরু করার অনুমতি পাবেন আইপিএল-এর ভারতীয় ক্রিকেটার এবং দলের সাপোর্ট স্টাফরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "প্রথমে ২৪ ঘণ্টার ব্যবধানে দু'বার পরীক্ষা হবে। তারপর দুবাই পৌঁছে তিনবার তাঁদের পরীক্ষা করা হবে এবং সব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হবে। সেটা হবে এক সপ্তাহের মধ্যে। প্রথম দিন, তৃতীয় দিন এবং ষষ্ঠ দিন- এই সমস্ত পরীক্ষায় পাস করলে তবে সেই ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ বায়ো সিকিউর বাবলে প্রবেশ করবে এবং অনুশীলন শুরু করার অনুমতি পাবে। ক্রিকেটার এবং দলের সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখতে চাই না আমরা।"
তবে এখানেই শেষ হচ্ছে না। রয়েছে আরও নিয়ম...
#দুবাইয়ে পৌঁছে প্রথম সপ্তাহে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে দেখা করতে পারবেন না। এমনকি কর্তাদের সঙ্গেও নয়।
#এক সপ্তাহে তিন বার করোনা টেস্ট যদি নেগেটিভ আসে তাহলেই দেখা করার অনুমতি মিলবে।
#অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে নিয়ম, তাঁদের দেশ ছাড়ার আগে দু'বার করোনা টেস্ট করতে হবে। সব ঠিক থাকলে তবেই দুবাইয়ের বিমানে ওঠার অনুমতি মিলবে। যদি তা না হয় তাহলে ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে ক্রিকেটারদের। ১৪ দিন পর আবার পরীক্ষা হবে তাঁর।
#শুধুমাত্র পাঁচ বার করোনা পরীক্ষায় পাস করলেই হবে না! সপ্তাহে প্রতি পাঁচ দিন অন্তর আবারও পরীক্ষা করা হবে।
#এছাড়াও যদি কোনও দল ক্রিকেটারদের নিজেদের মতো পরীক্ষা করাতে চায় সেটাও করতে পারবে।
#পরিবার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি যদি পাওয়া যায়, তাহলে পরিবারের সদস্যদেরও এই নিয়মের মধ্যে দিয়েই যেতে হবে।
#যদি কেউ বায়ো সিকিওর বাবল ভাঙেন তাহলে তাঁকে এক সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে যেতে হবে এবং আবারও করোনা পরীক্ষা দিয়ে মাঠে ফিরতে হবে।
আরও পড়ুন - মরগ্যানের নজির, ভাঙলেন আর এক বিশ্বজয়ী অধিনায়ক ধোনির রেকর্ড