সফল অধিনায়ক গম্ভীরকে ছেড়ে দিল নাইট রাইডার্স
ধোনি, রায়না ও জাডেজাকে ধরে রাখল চেন্নাই সুপারকিংস।
ওযেব ডেস্ক: গৌতম গম্ভীরকে ধরে রাখল না কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরকে যে কেকেআর ধরে রাখবে না, তার ইঙ্গিত আগেই ছিল। আইপিএলের এবারের সংস্করণে প্রতিটি দল ৩ জন ক্রিকেটার ধরে রেখে নিলামে যেতে পারবে।
দিল্লি ডেয়ারডেভিলস থেকে কলকাতা নাইট রাইডার্সে এসেছিলেন গৌতম গম্ভীর। ৭টি আইপিএল-এ নাইট রাইডারসকে নেতৃত্ব দিয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। সাফল্য চমকপ্রদ। দু'বার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর। তিন বার শেষ চারে পৌঁছেছে দল। সেই গম্ভীরকে ধরে রাখল না নাইট রাইডার্স। দিন কয়েক আগেই কেকেআর ছেড়ে অন্য দলে খেলার ইঙ্গিত দিয়েছিলেন গম্ভীর। তবে এখনই কলকাতায় গম্ভীরের খেলার সম্ভাবনা নেই, তা বলা যাচ্ছে না। নিলামে তাঁকে ধরে রাখতে পারে কলকাতা।
এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা ও সুরেশ রায়নাকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। দুবছরের সাসপেনশন কাটিয়ে এবার তারা ফিরছে। বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স ও সরফরাজ খানকে রেখে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্যকে ছাড়ল না মুম্বই।