জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে আইপিএলের থার্ড বয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তিন ম্যাচে দুই ম্যাচ জিতে নীতীশ রানাদের (Nitish Rana) ঝুলিতে চার পয়েন্ট। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens Kolkata) কলকাতা খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (Sunrisers Hyderabad)। যারা লিগ তালিকায় নয় নম্বরে। তিন ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচ জিতেছেন এডেন মারক্রমরা (Aiden Markram)। তবে মারক্রমের টিম গত ম্যাচে দুরন্ত জয় পেয়েছে। আত্মবিশ্বাসে ফুটছে টিম। মারক্রম প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন ইডেনে। বৃহস্পতিবার বিকেলে অরেঞ্জ আর্মির অধিপতি বলছেন, যে, রিঙ্কুর ব্যাটিং তিনি দেখেছেন। তবে তিনি ভাবছেন পুরো কেকেআর দলকে নিয়ে। আর জানালেন প্রাক্তন নাইটই তাঁর অস্ত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মারক্রম এদিন বলেন, 'ওদের দলটার দিকে যদি দেখেন, তাহলে বলতে হবে ওরা অ্যাটাকিং ব্র্যান্ডের ক্রিকেট খেলে। যে কোনও দিন সেই খেলাটা খেলতে পারে। ওরা আমাদের কাছে বিরাট আতঙ্কের! তবে আমরা পরিকল্পনা মাফিক খেলব। নিজেদের শক্তি অনুযায়ী বুঝে নেব। শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিং দুরন্ত ফিনিশ করছে। আমি রিঙ্কুর ইনিংস দেখেছি। অসাধারণ খেলেছিল। তবে আমাদেরও পরিকল্পনা রয়েছে। বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে দলে। তার সঙ্গেই আমাদের বিশ্বাস রয়েছে ডেথ বোলারদের ওপর। আমরা ওদের ওপর আত্মবিশ্বাসী। আশা করি ম্যাচের রাতে ফুল ফোটাতে পারব।'


আরও পড়ুন: Lockie Ferguson | KKR vs SRH: উমরানের সঙ্গে চলছে লকির গতির যুদ্ধ..! ইডেনে নামার আগে নাইট জিতলেন হৃদয়


২০২০-২১ মরসুমে রাহুল ত্রিপাঠী ছিলেন কেকেআরে। গত মরসুমে রাহুল চলে আসেন 'অরেঞ্জ আর্মি'-তে। রাহুল ১৪ ম্যাচে ৪১৩ রান করেছিলেন। ছিলেন দারুণ ফর্মে। এই মরসুমে রাহুল প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে দুই রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে করেন ৩১ বলে ঝোড়ো ৩৫ রান। গত রবিবার সানরাইজার্স ৮ উইকেটে পঞ্জাবকে হারিয়ে কলকাতায় এসেছে। পঞ্জাবের বিরুদ্ধে রাহুলের ব্যাট থেকে এসেছিল ৪৮ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস। কলকাতার বিরুদ্ধেও রাহুলেই ভরসা মারক্রমের। মারক্রম বলেন, 'রাহুলের মতো কাউকে দলে পাওয়াটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আমরা অবশ্যই রাহুলের অভিজ্ঞতা কাজে লাগাব। রাহুল ফর্মে আছে এটা দেখেই ভালোলাগছে। আমাদের ব্যাট হাতে বিনোদন দিচ্ছে। ও দারুণ মানসিকতার মধ্যে দিয়ে যাচ্ছে।'


গত ম্যাচের দুরন্ত জয়ে মারক্রমরা আত্মবিশ্বাসী ঠিকই। তবে নতুন করেই তারা কেকেআরের বিরুদ্ধে তারা শুরু করতে চায়।  কেকেআরের বিরুদ্ধে নামার আগে মারক্রম বলছেন, 'দলের সকলেই ভীষণ ইতিবাচক মুডে আছে। একেবারে ফুরফুরে মেজাজে। প্রাণশক্তিতে টগবগে। তবে এটা মাথায় রাখতে হবে আগামিকাল নতুন ম্যাচ। নতুন প্রতিপক্ষ। গত ম্যাচের জয় থেকে আমরা আত্মবিশ্বাসী হয়েছি। এটাই বলতে পারি।' এখনও পর্যন্ত সানরাইজার্সের হয়ে দুই বিদেশি হ্যারি ব্রুক, হেনরিক ক্লাসেন কিছু করে উঠতে পারেননি। রান নেই ময়াঙ্ক আগরওয়ালেরও। তবে ভাবিত নন মারক্রম। তিনি বলছেন, 'আমি খুব একটা ভাবছি না এটা নিয়ে। বড় প্লেয়াররা জানে কখন জ্বলে উঠতে হবে। ওরা অবদান রাখতে মরিয়া। তবে কোনও এক-দু'জনের ওপর আমরা নির্ভরশীল নই। গোটা দল খেলবে। সকলেই অবদান রাখবে। টি-২০ ক্রিকেটে যে কোনও সময়ে ম্যাচ ঘুরে যায়। দলের ওপর বিশ্বাস আছে। কিছু ম্যাচ জিততে হবে।' এখন দেখার মারক্রমের টিম কলকাতার বিরুদ্ধে কী করে!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)