জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chepauk, Chennai) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Chennai Super Kings vs Kolkata Knight Riders, CSK vs KKR)। রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই টস জিতে প্রথমে ব্যাট করে তোলে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান। কেকেআর স্পিনারদের সৌজন্যে ধোনিরা ঘরের মাঠেই কুপোকাত হয়ে যায়। কলকাতা নয় বল হাতে রেখে অনায়াসে ছয় উইকেটে ম্যাচ জিতে নেয়। ধোনিদের হারিয়ে কেকেআরের যে প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে বিরাট সুবিধা হল, এমনটা একেবারেই নয়। এই ম্যাচের আগে নাইটরা ছিলেন আটে। সেখান থেকে এলেন সাতে। নেটরানরেট কিছুটা ভালো হল। -০.৩৫৭ থেকে এখন -০.২৫৬। ১৩ ম্যাচে কলকাতার ঝুলিতে ১২ পয়েন্ট। আগামী শনিবার কেকেআর ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচে ক্রুনাল পাণ্ডিয়াদের হারালে কেকেআরের পয়েন্ট হবে ১৪। তাতেও কোনও লাভ হবে না। কেকেআরকে তখন অনান্য দলগুলির জয়-হারের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ কেকেআরের নেটরানরেট অত্যন্ত খারাপ। বাকি ১৪ পয়েন্টে থাকা দলগুলি সেখানে বাজিমাত করে দেবে। অন্যদিকে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সিএসকে থেকে গেল লিগ টেবলের দুই নম্বর স্থানেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | Shivam Dube | CSK vs KKR: মিসাইলের মতো ধেয়ে এল ছক্কা! বরাত জোরে বাঁচলেন কেকেআরের চিয়ারলিডার


কেকেআর ইনিংস: এদিন কেকেআর শুরু থেকেই ঝটকা দিতে থাকে চেন্নাইকে। ধোনিদের মারকুটে মেজাজটাই এদিন সেজন্য হারিয়ে গিয়েছিল। ১০.১ ওভারে সিএসকে মাত্র ৬৮ রান তুলতে গিয়ে হারিয়ে ফেলেছিল প্রথম চার ব্যাটার। রুতুরাজ গায়কোয়াড় (১৭), ডেভন কনওয়ে (৩০), অজিঙ্কা রাহানে (১৬) ও আম্বাতি রায়ডু (৪) ফিরে যান। পাঁচে নেমে মুখরক্ষা করেন শিবম দুবে। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে ফের একবার দারুণ ইনিংস খেলেলেন বিধ্বংসী মিডল অর্ডার ব্যাটার । ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন শিবম। এদিন তিনি একটি চার ও তিনটি ছক্কা হাঁকান। শিবম এই রান করতে না পারলে চেন্নাইয়ের অবস্থা আরও শোচনীয় হত। সাতে নেমে রবীন্দ্র জাদেজা ২০ বলে ২৪ রানের ইনিংস খেলে কোনওরকম একটা স্কোর করতে সাহায্য় করেন। কেকেআর স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন তুলে নেনে দুই উইকেট করে। অনুকূল ঠাকুরের বদলে খেলা বৈভব অরোরা পান এক উইকেট। শার্দূল ঠাকুরও পেয়েছেন এক উইকেট।


এত কম রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে, ব্যাট করতে নেমেও কেকেআর শুরুতে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। পাঁচ ওভারের মধ্যে কলকাতার তিন উইকেট চলে যায় মাত্র ৩৩ রান তুলতে গিয়ে। টপ অর্ডারের তিন ব্যাটার- জেসন রয় (১২), রহমানুল্লাহ গুরবাজ (১) ও ভেঙ্কটেশ আইয়ার (৯) শিকার হন দীপক চাহারের। দীপকের ঝুলিতেই চলে আসে প্রথম তিন উইকেটে। তবে চতুর্থ উইকেট পার্টনারশিপে কেকেআরকে একেবারে জয়ের রাস্তায় নিয়ে যান ক্যাপ্টেন নীতীশ ও রিঙ্কু সিং। ৭৬ বলে ৯৯ রান তাঁরা যোগ করেন স্কোরবোর্ডে। রিঙ্কু ৪৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে রানআউট হয়ে যান। নীতীশ ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৪৪ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)