জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্সকে (CSK vs GT, Highlights, IPL 2023 Qualifier 1) ১৫ রানে হারিয়ে দশবারের জন্য আইপিএল ফাইনালে (IPL Final 2023) চলে গিয়েছে। ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী আবারও বুঝিয়ে দিয়েছেন যে, অধিনায়কত্ব যদি ব্র্যান্ড হয়। তাহলে তিনিই তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ধোনি এমন একজন অধিনায়ক যিনি ম্যাচের যে কোনও পরিস্থিতিতেই তাঁর মাথায় ছকে ফেলা পরিকল্পনাগুলি এ, বি, সি করে কাজে লাগাবেনই, লাগাবেন। ঠিক সেই কারণে মাহির মাস্টারমাইন্ড অন্য গ্রহের। কোয়ালিফায়ারে হেরেও হার্দিকের মুখে কিন্তু ধোনিরই প্রশংশা। হার্দিক বলছেন যে, ধোনির মাথাটাই যে আলাদা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের পর গুজরাত অধিপতি বলেন, 'এটাই ধোনির সৌন্দর্য। ওর মাথাটাই এমন যে, ও বোলারদের দারুণ ভাবে ব্যবহার করে। দেখলে মনে হবে যবে ও আরও ১০ রান যোগ করছে, এটা ও নিশ্চিত করে। কিন্তু আমরা উইকেট হারাতে থাকলাম। ও ঠিক বোলারদেরও ব্যবহার করে। ওর জন্য খুশি। পরের ম্যাচটা জিততে পারলে রবিবার ওর সঙ্গে দেখা হবে।' কোয়ালিফায়ারে নামার আগে হার্দিক তাঁর জীবনে প্রাক্তন জাতীয় দলের সতীর্থের কী ভূমিকা, তা নিয়ে কথা বলেছিলেন! হার্দিক জানান, 'অনেকে ভাবে যে, মাহি ভীষণ সিরিয়াস একজন মানুষ। কিন্তু আমার কাছে সেটা একেবারেই নয়, আমি তাঁকে মহেন্দ্র সিং ধোনি হিসেবেই দেখি না। আমি তাকে জোক বলতে পারি। আসলে ওর থেকে অনেক কিছু শিখেছি। অনেক পজিটিভ জিনিস। এমনকী শুধু দেখেই শিখেছি, সেভাবে কথা না বলেও। আমার কাছে ধোনি প্রিয় বন্ধু, প্রিয় ভাই। যার সঙ্গে প্রচুর মজা করা যায়। আমি আজীবন মহেন্দ্র সিং ধোনির ফ্যান হয়ে থাকব। প্রচুর ফ্যান ও প্রচুর ক্রিকেটপ্রেমীদের বলতে চাই, ধোনিকে ঘৃণা করার জন্য প্রকৃত শয়তান হতে হবে আপনাকে।' 


আরও পড়ুন: KKR: দলে থেকেও কাজ করতে পারেননি! কারণ একমাত্র গম্ভীর, চরম কটাক্ষের পর বিস্ফোরক উথাপ্পা


গতবছর ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে হার্দিক সাত মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন। দীনেশ কার্তিককে এক ভিডিয়ো সাক্ষাৎকারে বলেছিলেন, 'মাহি ভাই আমাকে একটা জিনিস শিখিয়েছিল। আমি ওর থেকে একটা সহজ জিনিস জানতে চেয়েছিলাম। কীভাবে ও চাপ এবং সব কিছু থেকে নিজেকে দূরে রাখে? এর উত্তরে মাহি ভাই বলেছিল, নিজের স্কোরের কথা ভুলে আমি যেন এটা ভাবি যে, দলের কী প্রয়োজন। এই শিক্ষা আমার মাথার মধ্যে গেঁথে গিয়েছে। আজ আমি প্লেয়ার হিসাবে যা হতে পেরেছি, তা এই শিক্ষার জন্য়। আমি যে পরিস্থিতিতেই যাই না কেন, আমি বুঝে নিয়ে সেভাবে খেলি।মাহি ভাইকে আমাকে একটা জিনিস শিখিয়েছিল। আমি ওর থেকে একটা সহজ জিনিস জানতে চেয়েছিলাম। কীভাবে ও চাপ এবং সব কিছু থেকে নিজেকে দূরে রাখে? এর উত্তরে মাহি ভাই বলেছিল, আমার স্কোরের কথা ভুলে আমি যেন এটা ভাবি যে, দলের কী প্রয়োজন। এই শিক্ষা আমার মাথার মধ্যে গেঁথে গিয়েছে। আজ আমি প্লেয়ার হিসাবে যা হতে পেরেছি, তা এই শিক্ষার জন্য়। আমি যে পরিস্থিতিতেই যাই না কেন, আমি বুঝে নিয়ে সেভাবে খেলি।' গতবছর আইপিএল অভিষেককারী দল গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিয়ে সবার আগে আইপিএল প্লে-অফেই নিয়ে যাননি হার্দিক। টিমকে জিতিয়ে ছিলেন কাপ। তাঁকেই আগামীর  ভারত অধিনায়ক হিসেবে দেখছেন অনেকে। এখন দেখার ফাইনালে ফের গুজরাত-চেন্নাই হয় কিনা!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)