Virender Sehwag On Shubman Gill: শুভমনের জায়গায় আমি থাকলে কখনই খুশি হতাম না! বিস্ফোরক বীরু
Virender Sehwag On Shubman Gill: মাত্র ছয় রানের জন্য শুভমন গিল মাঠে রেখে এসেছেন সেঞ্চুরি। যা মেনে নিতে পারছেন না বীরেন্দ্র শেহওয়াগ। শুভমনকে শুনিয়ে দিলেন দু`কথা। করলেন কটাক্ষও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১১ ম্যাচে ৪৬৯ রান। চলতি আইপিএলে সর্বোচ্চ রানশিকারিদের তালিকায় তিনি তিন নম্বরে। লড়াই করছেন অরেঞ্জ ক্যাপ মাথায় তোলার জন্য়। কথা হচ্ছে শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে। রয়েছেন দুরন্ত ফর্মে। তবে এই শুভমন বাঁধা সেঞ্চুরি মাঠে ফেলে আসার জন্য ফুঁসছেন বীরেন্দ্র শেহওয়াগ। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার। বীরু সাফ বলছেন যে, শুভমানের আরও ভালো করা উচিত ছিল। ভারতের প্রাক্তন ওপেনার বলছেন যে, তিনি শুভমানের থেকে চাইছেন সেঞ্চুরি। আর খেলা দেখে যেন মনে হয় শুভমান খেলছেন দেশে জার্সিতেই।
১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স শীর্ষে। চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল। দুরন্ত পারফরম্যান্সে লিগ টেবলের মগডালে উঠে বসেছেন হার্দিক পাণ্ডিয়ারা । গত রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে গুজরাত ও লখনউ সুপার জায়েন্টস মুখোমুখি হয়েছিল। ফার্স্ট বয় গুজরাত ঠিক ফার্স্ট বয়ের মতোই খেলল। ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফের দাপুটে জয়ে দুই পয়েন্ট তুলে নেয় গুজরাত। গুজরাত টস হেরে প্রথমে ব্যাট করে তুলেছিল ২২৭/২। জবাবে লখনউ ৭ উইকেট হারিয়ে ১৭১ তুলল শেষ পর্যন্ত। ঋদ্ধিমান সাহা ও শুভমন গিলের ওপেনিং জুটি এদিন আরও একবার ধামাকা দেখিয়েছে ঘরের মাঠে। ১২.১ ওভারে তাঁরা তুলে ফেলেছিলেন ১৪২ রান। ঋদ্ধি ৪৩ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ঋদ্ধি ফিরে যাওয়ার পর শুভমান কামাল দেখাতে থাকেন। ৫১ বলে ৯৪ (২টি চার ও ৭টি ছয়) রানে তিনি অপরাজিত থাকেন।
শেহওয়াগ বলেন, 'আরও ভালো হওয়া উচিত ছিল। ও ১০ ম্যাচে ৩৭৫ রান করেছে। মরসুম শেষে ওর ৫৫০-র কাছাকাছি রান হবে। ও ভারতের হয়ে সব ফরম্যাটে খেলেছে। বড় রান করেছে। ওর উচিত ছিল জাতীয় দলের জার্সিতে যে ফর্মে ছিল, সেই ফর্মকে কাজে লাগিয়ে আরও ভালো করা। তাহলে ও আইপিএল মরসুম শেষ করত ৬০০-৭০০ রানে। আমি শুভমন গিল হলে, কখনই নিজেকে নিয়ে খুশি হতাম না। আমি ভালো ফর্মে থাকলে ৩৭৫ রান করতাম। কিন্তু সেরকরম একটা উন্নতি নেই। পরিসংখ্যান হয়তো সামান্য বদলাতে পারত। কিন্তু সেটাও মার্জিনাল। ও যখন নিজের শটগুলো নেয়, দেখতে ভালোলাগে। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে আসে। কিন্তু সার্বিক ভাবে পরিসংখ্যান সেভাবে বদলায়নি। আমি আশা করি শেষ চার ম্যাচে ও ওর ক্লাস দেখাবে। যেটা ভারতীয় দলের হয়ে দেখিয়েছে। আমি ওর থেকে আইপিএল সেঞ্চুরি চাই।' মাত্র ছয় রানের জন্য কেন শুভমন, সেঞ্চুরি মাঠে রেখে এলেন, এটাই হয়তো মানতে পারছেন না বীরু।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)