জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল। মাত্র চার দিন হল আইপিএল (IPL 2023) শুরু হয়েছে। এরমধ্যেই কোভিডের (Covid 19) ধাক্কায় জর্জরিত ক্রোড়পতি লিগ। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। মঙ্গলবার অর্থাৎ ৪ এপ্রিল এই তারকা ধারাভাষ্যকার নিজের অসুস্থতার কথা টুইটারে জানিয়েছেন। করোনার জন্যই গত তিন বছর ধরে কোনওরকমে আইপিএল-এর আয়োজন করেছিল বিসিসিআই (BCCI)। তবে এবার পরস্থিতি অনেক স্বাভাবিক থাকার জন্য ফের পুরনো ধাঁচে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে গোটা দেশজুড়ে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। তবে ভারতের প্রাক্তন ওপেনারের কোভিড আক্রান্ত হওয়ার জন্য অনেকের মনে ভয় ধরে গেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আকাশ টুইটারে লিখেছেন, 'কোভিডে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলাম। হ্যাঁ করোনা ভাইরাস আমার শরীরে ফের বাসা বেঁধেছে। কিছু শারীরিক সমস্যা থাকলেও, এখনও সব ঠিক আছে। তবে আগামী কয়েক দিন সবার থেকে আলাদা থাকতে হবে। ধারাভাষ্য দিতে পারব না। আশাকরি আগামী কয়েক দিনে আরও শক্তিশালী হয়ে ফিরব।' 




আরও পড়ুন: Mahendra Singh Dhoni, 2011 World Cup: ধোনির বিশ্বজয়ী ছক্কাকে স্মরণীয় করতে কোন বিশেষ উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট সংস্থা? জেনে নিন


আরও পড়ুন: Shakib Al Hasan, IPL 2023: সাকিবের অবর্তমানে কোন পাঁচ বিদেশির দিকে নজর রাখছে নাইট ম্যানেজমেন্ট? ছবিতে দেখে নিন


আকাশ চোপড়ার ২০০৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। অভিষেক টেস্টে দুই ইনিংসে মোট ৭৩ রান করেছিলেন। কেরিয়ারে মোট ১০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২৩ ব্যাটিং গড়ে ৪৩৭ রান করেছিলেন। সঙ্গে রয়েছে দুটি অর্ধ শতরান। টেস্ট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলতে পারেননি।


তারকা ধারাভাষ্যকার আকাশের কোভিড আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে আইপিএল কর্তৃপজ্ঞ এই ভাইরাসকে সেভাবে আমল দিচ্ছে না। এদিকে দেশের বিভিন্ন জায়গায় ফের করোনার সংক্রমণ উর্ধ্বমুখী। বহু জায়গায় প্রশাসন আবার মাস্ক পরে সাধারণ মানুষকে রাস্তার বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)