Mohun Bagan, IPL 2023: মাঠের বাইরের লড়াই তুঙ্গে, নাইটদের বিরুদ্ধে নামার ইডেনে সবুজ-মেরুন জার্সি বিলোবে লখনউ
আইএসএল-জয়ী মোহনবাগানকে সম্মান জানাতেই বাইশ গজের যুদ্ধে মাঠে নামবেন ক্রুনাল পান্ডিয়া-নিকোলাস পুরানরা। এমনটাই জানানো হয় আরপিএসজি হাউসের সাংবাদিক বৈঠকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আন্তর্জাতিক ম্যাচ কিংবা আইপিএল-এর (IPL) ম্যাচের আসর বসলেই ধর্মতলা থেকে প্রিয় দলের জার্সি থেকে পতাকার সঙ্গে ক্রিকেটপ্রেমীদের দেখা যায়। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সি গায়ে চাপিয়ে এত বছর ক্রিকেট পাগলদের দেখা যেত। তবে এবারের আইপিএল (IPL 2023) থেকে ছবিটা বদলে গিয়েছে। সেই রেশ বজায় রেখেই শনিবার অর্থাৎ ২০ মে বিকেলের দিকে সবুজ-মেরুন জার্সির (Green and Maroon Jersey) ভিড় ও সবুজ-মেরুন পতাকা দেখলে অবাক হবেন না। কারণ এই শহর নাইটদের থেকে বহুগুণ বেশি আবেগপ্রবণ মোহনবাগানকে (Mohun Bagan) কেন্দ্র করে। আর তাই এবার বেগুনি জার্সি-রিস্টব্যান্ড, হেডব্যান্ডের থেকে ইডেনের গ্যালারি সবুজ-মেরুন রঙে ভরে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ ম্যাচ শুরু হওয়ার আগে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Supergiants) তরফ থেকে অকাতরে সবুজ-মেরুন জার্সি বিলোনো হবে।
এবার ইডেনের গায়ে আগেই হলুদ লেগেছিল। সেটা ছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচ। এমনকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে নাইটরা জয় পেলেও, সেই ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) সমর্থনে মেতে উঠেছিল ক্রিকেটের নন্দনকাননের গ্যালারি। আর এবার সবুজ-মেরুন রঙে ইডেনকে রাঙিয়ে দেওয়ার পালা। লখনউয়ের কর্তারা বলে দিচ্ছেন যে, ইডেনে মোহন-বৈশাখী উপস্থিত করতে তাঁরা কোনও রকম কার্পণ্য করবেন না। মোহনবাগানের খেলা থাকলে যুবভারতীতে সমর্থনের যে সবুজ-মেরুন সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠে, সেই একই জিনিস তাঁরা চান শনিবার ইডেনে।