জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ মার্চ থেকে শুরু হবে ষষ্ঠদশ আইপিএল (IPL 2023)। কোভিড (Covvid 19) পর্ব কাটিয়ে ফের পুরনো ধাঁচে এবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা। এদিকে এবার থেকে তিনটি নিয়মে ক্রোড়পতি লিগ খেলা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক: অতীতে টসের সময় প্রথম একাদশ জানিয়ে দিতেন দুই দলের অধিনায়ক। তবে এবারের আইপিএল থেকে বদলে গেল নিয়ম। টসের সময় দু’টি আলাদা প্রথম একাদশের তালিকা নিয়ে নামতে পারবেন অধিনায়করা। টসের পরে তিনি নিজের পছন্দের প্রথম একাদশ জানাতে পারবেন। অর্থাৎ, প্রথমে বোলিং বা ব্যাটিংয়ের উপর নির্ভর করে প্রথম একাদশে বদল করতে পারবেন অধিনায়ক।


দুই: এর ফলে 'ইমপ্যাক্ট প্লেয়ার' বাছতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা এক জন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন 'ইমপ্যাক্ট প্লেয়ার।' 


আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখে নিন ক্রোড়পতি লিগে সেরা ১০ উইকেট শিকারিদের তালিকা


আরও পড়ুন: Mahendra Singh Dhoni, IPL 2023: রোহিতদের সংসারে আবারও ধোনি! ডাগআউটে বসে কিংবদন্তি, ছবি ঝড় তুলে দিল সোশ্যালে


তিন: নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হত অধিনায়ককে। কিন্তু এবার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারলে, ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে সুবিধা পাবে ব্যাটিং দল।


চার: ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূত ভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটকিপার নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তা হলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসাবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসাবে ধরা হবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)