Suryakumar Yadav, IPL 2023: সূর্যর `গলি ক্রিকেটে` ছারকার আরসিবি, স্কাইতে মজে সুনীল গাভাসকর, সৌরভ গঙ্গোপাধ্যায়
গ্লেন ম্যাক্সওয়েল (৩৩ বলে ৬৮), ফ্যাফ ডু প্লেসি (৪১ বলে ৬৫) ও দীনেশ কার্তিকের (১৮ বলে ৩০) জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে করে ৬ উইকেটে ১৯৯ রান।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার বাইশ গজের যুদ্ধে তেজ দেখালেন সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। আর তাঁর ব্যাটিং তেজে ছারকার হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Chellengers Bangalore)। ১৯৯ রান চেজ করতে গিয়ে ৩৫ বলে ৮৩ রান করেন 'স্কাই'। আর তাই এহেন সূর্যর ব্যাটিংয়ে মজেছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar) ও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সুনীল গাভাসকরের বলেছেন, "বোলারদের নিয়ে ছেলেখেলা করেছে স্কাই। ওর ব্যাটিং দেখে গলি ক্রিকেটের অনুভূতি হওয়াই স্বাভাবিক। প্র্যাকটিস এবং কঠিন পরিশ্রমের ফলে স্কাইকে আরও ভাল দেখাচ্ছে। ওর বটম হ্যান্ড প্রচণ্ড শক্তিশালী। আরও নিখুঁত ভাবে তা ব্যবহার করছে। আরসিবি-র বিরুদ্ধে গোড়ার দিকে লং অন এবং লং অফের দিকে শট খেলছিল। পরের দিকে মাঠের বিভিন্ন প্রান্তে শট খেলছিল।"
এদিকে সূর্যর এমন মারকুটে ইনিংস দেখে টুইট করলেন সৌরভ। মহারাজ টুইটারে লিখেছেন, সূর্যের দুরন্ত ইনিংস দেখার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন সৌরভ। তিনি লিখেছেন, 'বিশ্বের সেরা টি-টোয়েন্টি প্লেয়ার সূর্যকুমার যাদব। ওর ইনিংস দেখে মনে হয় যেন কম্পিউটারে ব্যাট করছে।'
গ্লেন ম্যাক্সওয়েল (৩৩ বলে ৬৮), ফ্যাফ ডু প্লেসি (৪১ বলে ৬৫) ও দীনেশ কার্তিকের (১৮ বলে ৩০) জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে করে ৬ উইকেটে ১৯৯ রান। রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। ১৬.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। নেহাল ওয়াধেরার (৫২ অপরাজিত) সঙ্গে ১৪০ রানের পার্টনারশিপ গড়েন সূর্যকুমার। আর সেখানেই ম্যাচের রং যায়।