জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium, Bengaluru) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের (Royal Challengers Bangalore vs Chennai Super Kings, RCB vs CSK)। রুদ্ধশ্বাস ম্যাচে আরসিবি হেরেছে আট রানে। টস হেরে চেন্নাই প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে তোলে ২২৬। চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নেমে ৪৫ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে (Devon Conway) কনওয়ের পথেই কার্যত হেঁটেছিলেন চারে ব্যাট করতে নামা শিবম দুবে (Shivam Dube)। খুনে মেজাজে ব্যাট করে তিনি ২৭ বলে ৫২ রানের ক্যামিও ইনিংস খেলে যান। ২টি চার ও ৫টি ছয় মারেন শিবম। শিবম ভয়ংকর হয়ে উঠছিলেন। তাঁকে থামানো দরকার ছিল। আর এই কাজটাই করেছিলেন ওয়েন পার্নেল। তাঁর বল চালিয়ে খেলতে গিয়ে শিবম বাউন্ডারি লাইনে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়ে যান। আর শিবম ফিরতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আরসিবি মহারথী বিরাট কোহলি (Virat Kohli)! আর উত্তেজনাই হল কোহলির কাল!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনVirat Kohli And MS Dhoni: কোহলির এক জীবনের ঋণ তাঁর কাছে! ধোনিকে পেয়ে আবারও করলেন সেই কাজ


ম্যাচের পর কোহলির ১০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়। আইপিএলের কোড অফ কনডাক্ট (২.২ ধারা) ভেঙেছেন কোহলি। কোহলি শাস্তি মেনে নেন। এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। যদিও ঠিক কী কারণে কোহলিকে এই শাস্তি দেওয়া হয়েছে, সে ব্যাপারে লিখিত বিবৃতি দেওয়া হয়নি। তবে মনে করা হচ্ছে যে, শিবম ফেরার পর, কোহলির উদযাপন মাত্রছাড়াই হয়েছিল। চেন্নাইয়ের রান তাড়া করতে নেমে আরসিবি প্রবল চাপে পড়ে গিয়েছিল। দু'ওভারের মধ্যে তাদের দুই উইকেট চলে যায় মাত্র ১৫ রানে। দলের সুপারস্টার বিরাট ওপেন করতে নেমে আকাশ সিংয়ের বলে বোল্ড হয়ে যান। বিরাট মাত্র চার বলে ছয় রান করেছিলেন। কোহলি খেলার সঙ্গে এতটাই জড়িয়ে থাকেন যে, তাঁর আবেগ স্পষ্ট ফুটে ওঠে শরীরী ভাষায়। এক্ষেত্রেও ঘটলটা এমনটাই। যদিও ম্যাচের পর কোহলি আর এসব মনে রাখেননি। তিনি প্রিয় ধোনির সঙ্গে আড্ডায় মেতেছিলেন। ধোনি ও তাঁর ভিডিয়ো সোশ্যালে ভাইরালও হয়েছে ভীষণ ভাবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)